এক্সপ্লোর
Advertisement
জিম্বাবোয়েকে ৩ রানে হারিয়ে টি-২০ সিরিজ ২-১ জিতল ভারত
হারারে: শেষ ম্যাচে জিম্বাবোয়েকে তিন রানে হারিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ জিতে নিল ভারত। জয়ের জন্য আয়োজক দেশের প্রয়োজন ছিল ১৩৯ রান। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানে থেমে যায় জিম্বাবোয়ে। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল চার রানের। আগের বলে বাউন্ডারি মারলেও শেষ বলে বরিন্দর স্রানের চিগুম্বারা।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৮ রান করে ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন কেদার যাদব। তার ৪২ বলের ইনিংসের দৌলতেই ভারত মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর করতে পারে। ওপেনার লোকেশ রাহুল ২২, অম্বাতি রায়ডু ২০ ও অক্ষর পটেল ২০ রান করেন। ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি মাত্র ৯ রান করে আউট হয়ে যান। জিম্বাবোয়ের পক্ষে তিরিপানো ২০ রান দিয়ে ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৫ রান করে জিম্বাবোয়ে। তাদের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন সিবান্দা। ভারতের পক্ষে স্রান ও ধবল কুলকার্নি ২ টি করে উইকেট দখল করেন। অক্ষর ও চাহল একটি করে উইকেট নিয়েছেন।
ম্যান অফ দ্য ম্যাচ কেদার যাদব। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন স্রান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement