Kohli on Social Media: ‘আশির দশকের শিশু’, সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে বুলেটে বসা বিরাট কোহলির ছবি
Virat Kohli: কু অ্যাপে এই অ্যানিমেটেড ছবি পোস্ট করেন বিরাট কোহলি। তাঁর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্রিকেটপ্রেমীরা বিরাট কোহলির এই পোস্টে নানা মন্তব্য করছেন। অনেকে পোস্টটি রি-কু-ও করেছেন।
নয়াদিল্লি: মাঠে যত সমস্যাতেই থাকুন না কেন, মাঠের বাইরে খোশমেজাজেই আছেন বিরাট কোহলি। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি অ্যানিমেটেড ছবি শেয়ার করেছেন। সেই পোস্টে দেখা যাচ্ছে, পুরনো আমলের বুলেটের কার্ডবোর্ড কাটআউটের উপর বসে আছেন বিরাট। তাঁর মাথায় হেলমেট। বাইক চালানোর ভঙ্গিতে বসে আছেন তিনি। এই ছবির সঙ্গে বিরাট লিখেছেন, ‘একটা সময় এরকম ছিল। #80skids #backinthedays.’।
মহেন্দ্র সিংহ ধোনির মতোই বিরাট কোহলিরও মোটরবাইকের প্রতি আলাদা ভালবাসা আছে। কয়েক বছর আগে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় বিরাট জানিয়েছিলেন, রাস্তা যখন ফাঁকা থাকে, তখন বাইক চালিয়ে মজা লাগে। তিনি বাইক নিয়ে অনেক দূরে চলে যেতে ভালবাসেন।
এর আগে ২০১২ সালে শ্রীলঙ্কায় একটি টি-২০ ম্য়াচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাইকের উপর বসে থাকতে দেখা যায় বিরাটকে। সেই বাইকে ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক ধোনিও ছিলেন।
এদিকে, টি-২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। এবার তাঁর বদলে একদিনের দলের অধিনায়কও করা হয়েছে রোহিত শর্মাকে। বুধবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচক কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে ভারতীয় টি-২০ এবং ওডিআই দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে জাতীয় দলে ফেরেন বিরাট। তবে তাঁর পারফরম্যান্স খুব একটা ভাল নয়। প্রথম ইনিংসে কোনও রানই করতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য তিনি ৩৬ রান করেন।