পুণে: টানটান উত্তেজনার ম্য়াচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে নিল ভারত। তবে ম্যাচে এক সময় যে তাঁরা বেশ স্নায়ুর চাপে পড়ে গিয়েছিলেন, স্বীকার করে নিলেন ভুবনেশ্বর কুমার।


ভারতীয় দলের হয়ে সেরা বোলিংটা রবিবার করেছেন ভুবনেশ্বরই। বিরাট কোহলির দলের সব বোলাররা যখন বল হাতে রান খরচ করেছেন, তখন ১০ ওভারে মাত্র ৪২ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর। তবে ব্যাট হাতে স্যাম কারান যখন ঝড় তুলেছিলেন, তখন যে হেরে যাওয়ার ভয়ও পেয়েছিলেন ভুবনেশ্বর, ম্যাচ শেষ হতে সেই ইঙ্গিত দিলেন। জানালেন, দুটি কারণে তাঁরা স্নায়ুর চাপে পড়ে গিয়েছিলেন।


ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি সিরিজেই জয়, বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য


পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে নাটকীয় ম্যাচ মাত্র ৭ রানে জিতে উঠে ভুবনেশ্বর বলেছেন, 'সত্যি কথা বলতে কী আমরা কিছুটা স্নায়ুর চাপে পড়ে গিয়েছিলাম। কারণ, মাঠটা বেশ ছোট। পাশাপাশি শিশিরও পড়েছিল। হ্যাঁ, আমরা চাপে পড়ে গিয়েছিলাম।' সন্ধ্যার পর শিশির পড়লে বল ভিজে যায়। আর তখন বল গ্রিপ করা বোলারদের পক্ষে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আলগা বল পড়া বা লাইন-লেংথে গোলমাল হয়ে যাওয়া তখন বেশ স্বাভাবিক হয়ে দাঁড়ায়। পাশাপাশি মাঠ ছোট হলে অনেক সময় সঠিক টাইমিং না হলেও বল ব্যাটের কানায় লেগে গ্যালারিতে চলে যায়। ফলে হতাশা বাড়ে বোলারদের। ডানহাতি পেসার ভুবি জানিয়েছেন, সেই প্রতিবন্ধকতা রবিবার রাতে ভারতীয় বোলারদেরও সামলাতে হয়েছে।


ভুবনেশ্বর আরও বলেছেন, 'ব্য়ক্তিগতভাবে আমি অবশ্য বল হাতে খুব একটা চাপ টের পাইনি। বল বেশ সুইং করছিল আর আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারব। এবার আইপিএলের জন্য অপেক্ষা শুরু হয়ে গেল। আমি খুব খুশি যে, গোটা সিরিজটা আমার খুব ভাল কেটেছে। চোট সারিয়ে উঠে ভাল বোলিং করেছি। আশা করছি পরবর্তী সিরিজগুলোতেও এই ছন্দ বজায় রাখতে পারব। '