India vs England Innings Highlights: ইডেনে স্পিনের ছোবলে কাহিল ইংরেজরা, ভারতের সামনে লক্ষ্য মাত্র ১৩৩ রানের
Eden Gardens: ইডেনে প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ১৩২ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। পাড়ার টি-২০ ম্যাচেও হয়তো এর চেয়ে বেশি রান ওঠে।

সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চার-ছক্কার ঝড় উঠতে পারে, পূর্বাভাস করেছিলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। যাঁর হাতে তৈরি ইডেনের বাইশ গজ।
সুজন ঘুণাক্ষরেও ভাবেননি যে, প্রথমে ব্যাট করে স্পিনের ছোবলে এরকম কাহিল হয়ে পড়বে ইংরেজদের ব্যাটিং। গোটা ইনিংসে মাত্র তিনটি ছক্কা, ১৩টি বাউন্ডারি! ইডেনে প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ১৩২ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। পাড়ার টি-২০ ম্যাচেও হয়তো এর চেয়ে বেশি রান ওঠে।
বুধবার যেন ফিরল পুরনো ইডেনে। যখন মন্থর পিচে বল পড়ে থমকে আসত। আর আইপিএলে মাথার ওপর ফনার মতো হাত তুলে বল করতে আসতেন এক আতঙ্ক। সুনীল নারাইন। কলকাতা নাইট রাইডার্সকে একের পর এক ম্যাচ জিতিয়েছেন। ইডেনের পিচে ছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের ত্রাস। তাঁর বল পিচে পড়ে ভেল্কি দেখাত। কোনওটা এক হাত ঘুরত। কোনওটা লাফাত। কোনও বল আবার নীচু হতো।
কিন্তু সে এক দশক আগের কাহিনি। এখন ইডেনের বাইশ গজ বদলে গিয়েছে পুরোপুরি। এখন বল পড়ে ব্যাটে আসে রকেটের গতিতে। ব্যাটে-বলে হলে আক্ষরিক অর্থেই তা পগাড় পার, থুড়ি, গ্যালারিতে। টি-২০ ম্যাচে দুশো রান জলভাত।
সেখানেই কি না ইডেনের অতীতের স্মৃতি ফেরালেন ভারতের স্পিনাররা। ঘূর্ণিজালে বিধ্বস্ত ইংল্যান্ড। ভারত এদিন শুরুতেই বড় চমক দিয়েছিল। মহম্মদ শামিকে বসিয়ে একমাত্র পেসার হিসাবে অর্শদীপ সিংহকে খেলাল ভারত। সঙ্গে তিন স্পিনার। অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই।
বুধবার ভারতের তিন স্পিনারের বোলিং পরিসংখ্যান?
বরুণ ৪ ওভারে ২৩ রানে নিলেন ৩ উইকেট। অক্ষর ৪ ওভারে ২২ রানে ২ উইকেট। বিষ্ণোই উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করলেন মাত্র ২২ রান। সব মিলিয়ে স্পিনারদের ১২ ওভারে উঠল ৬৭ রান। পড়ল ৫ উইকেট। সেখানেই ইংল্যান্ডের দফারফা।
সঙ্গে উল্লেখ করতেই হয় অর্শদীপের পারফরম্যান্স। একটা সময় দলের বোঝা মনে করা হতো। বিশেষ করে ডেথ ওভারে তাঁর হাতে বল পড়া মানেই সমর্থকদের বুক ধুকপুক করত। সেই অর্শদীপই এখন পাল্টে গিয়েছেন। নিজেরে দুর্বলতা কাটিয়ে টি-২০ ফর্ম্যাটে ভারতের সেরা অস্ত্র হয়ে উঠেছেন। টি-২০ বিশ্বকাপ জয়ের নেপথ্যেও ছিলেন অন্যতম নায়ক। এদিন ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে নিলেন ২ উইকেট। যুজবেন্দ্র চাহালকে পেরিয়ে গেলেন। অর্শদীপই এখন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি।
ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে একমাত্র লড়াই করলেন জস বাটলার। ৪৪ বলে ৬৮ রান করলেন ইংরেজ অধিনায়ক। তিনি ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন আর মোটে দু'জন। হ্যারি ব্রুক ১৭ ও জোফ্রা আর্চার ১২।
ভারতীয় ব্যাটারদের সামনে সহজ লক্ষ্যপূরণ করে সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার হাতছানি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
