এক্সপ্লোর
Advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পৃথ্বী নয়, শুভমনকে খেলানো উচিত, বলছেন ভাজ্জি, ভিন্নমত দীপ
নিউজিল্যান্ড সফরে ভারত এ দলের হয়ে ব্যাট হাতে নজরকাড়া পারফর্ম করেছেন শুভমন গিল। এ দলের সদ্যসমাপ্ত সিরিজে শুভমনের পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে যে, তিনি টেস্ট অভিষেকের জন্য প্রস্তুত। এমনটাই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিংহ।
ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ড সফরে ভারত এ দলের হয়ে ব্যাট হাতে নজরকাড়া পারফর্ম করেছেন শুভমন গিল। এ দলের সদ্যসমাপ্ত সিরিজে শুভমনের পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে যে, তিনি টেস্ট অভিষেকের জন্য প্রস্তুত। এমনটাই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিংহ।
সিরিজের প্রথম ‘এ’ টেস্টে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ৮৩ ও অপরাজিত ২০৪ রানের ইনিংস খেলেন শুভমন। দ্বিতীয় ম্যাচে ওপেন করতে নেমে সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। ব্যাটিং অর্ডারের যে কোনও পজিশনেই যে তিনি স্বচ্ছন্দ , তা দেখিয়ে দিয়েছেন শুভমন।
এরইমধ্যে ১৬ মাস পরে টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন হয়েছে পৃথ্বী শ-র। শুভমনের মতো তিনিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পাওয়ার দাবিদার।
এক্ষেত্রে হরভজন মনে করেন, শুভমনেরই সুযোগ পাওয়া উচিত। ভাজ্জি বলেছেন, কোনও টেস্ট ম্যাচ না খেললেও বেশ কিছুদিন রিজার্ভ ওপেনার হিসেবে দলের অঙ্গ শুভমন। তাই ওকে সুযোগ দেওয়া উচিত।
উল্লেখ্য, সাদা বলের ক্রিকেটে শুভমনের রাজ্য দলের অধিনায়ক হরভজন।
পৃথ্বী ও শুভমন-উভয়ের যাত্রা শুরু হয়েছিল অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকে।
আগামী ২১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে ভারত। এই ম্যাচে মায়াঙ্ক অগ্রবালের সঙ্গে ওপেনার হিসেবে শুভমন, না পৃথ্বী-কাকে সুযোগ দেওয়া হবে, তা নিয়ে মাথা ঘামাতে হবে অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীকে।
হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। ফর্মে থাকা কেএল রাহুলকেও বিস্ময়করভাবে টেস্ট স্কোয়াডে নেয়নি বিদায়ী নির্বাচক কমিটি। এই অবস্থায় নয় টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন মায়াঙ্কই হবেন সিনিয়র ওপেনার।
টেস্ট কেরিয়ারের শুরুটা চমত্কার করলেও এখন মায়াঙ্ককে সেভাবে ছন্দে দেখা যাচ্ছে না। ক্রাইস্টচার্চে ‘এ’ টেস্টে –র উভয় ইনিংসই রান পাননি তিনি। সদ্যসমাপ্ত একদিনের সিরিজেও ওপেনার হিসেবে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন তিনি। ফলে টেস্টে পারফর্ম করতে না পারলে ওপেনিং জুটি নিয়ে চিন্তায় পড়তে হবে ভারতের টিম ম্যানেজমেন্টকে।
রঞ্জি ট্রফির কয়েকটি ম্যাচেও নিষ্প্রভ ছিল মায়াঙ্কের ব্যাট। তবে হরভজন মনে করেন, টেস্ট ক্রিকেটে মায়াঙ্ক নিজেকে প্রমাণ করেছে এবং ও খুব ভালো ব্যাটসম্যান। ও নিজের খেলাটাও খুব ভালো বোঝে। তিনটি একদিনের ম্যাচ ও অনুশীলন ম্যাচে রান না পাওয়ার কারণে ওকে বাদ দেওয়া যায় না। এমনটা হবে বলেও মনে হয় না।
হরভজন বলেছেন, যখনই খেলেছে, তখনই মায়াঙ্ক রান পেয়েছে। তাই আমার মনে হয় প্রথম টেস্টে মায়াঙ্কের সঙ্গে শুভমনের ওপেন করা উচিত।
যদিও ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক দীপ দাশগুপ্ত এ ব্যাপারে হরভজনের সঙ্গে ভিন্নমত। তিনি মনে করেন, প্রথম টেস্টে প্রথম এগারোয় পৃথ্বীকে রাখা উচিত। দীপের যুক্তি, শুভমন নিঃসন্দেহে ভালো ফর্মে রয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে, পৃথ্বীর টেস্ট অভিষেক মায়াঙ্কেরও আগে হয়েছিল। অভিষেকে ও ভালো খেলেছিল। পরে অস্ট্রেলিয়া সফরে চোটের জন্য ছিটকে যাওয়ার আগে দলের প্রথম পছন্দের ওপেনার ছিল পৃথ্বী।
হনুমা বিহারীর জায়গায় শুভমনকে মিডল অর্ডারে খেলানো যায় কিনা, এই প্রশ্নে অবশ্য ভাজ্জি-দীপ একই উত্তর দিয়েছেন। তাঁরা বলেছেন, এটা একেবারেই হওযা সম্ভব নয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement