এক্সপ্লোর
Advertisement
এলগারের হেলমেটে বল লাগার পর নির্ধারিত সময়ের আগে ম্যাচ থামালেন আম্পায়ারেরা
জোহানেসবার্গ:#ওয়ান্ডারার্সের পিচ নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। এবার জসপ্রিত বুমরার একটি বল দক্ষিণ আফ্রিকার ওপেনার এলগারের হেলমেটে লাগার পর খেলা থামালেন ম্যাচ আধিকারিকরা। দুই দলের অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনায় বসেছেন তাঁরা।
এই পিচে ভারত যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল, তখনও ব্যাটসম্যানদের শরীরে বল লেগেছিল। কিন্তু আম্পায়াররা একবারের জন্যও খেলা থামাননি।
জয়ের জন্য ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ১৭। ওই সময় বুমরার বল এলগারের হেলমেটে লাগে। মাঠে চলে আসেন দক্ষিণ আফ্রিকার ফিজিও। এলগারকে হাতে বরফ দিতে দেখা যায়।
আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার আলোচনা শুরু করেন। সেই আলোচনায় যোগ দেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রোফ্টও।
প্লেয়াররা মাঠ ছাড়েন। পরবর্তী পদক্ষেপের জন্য দুই দলের অধিনায়ক ও কোচেদের ডাকা হয়।
#দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অল আউট ভারত। ২৪০ রানে নবম উইকেটের পতন হয় ভারতের। আউট হন ভূবনেশ্বর কুমার। ৭৬ বলে ৩৩ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি। এরপর ২৪৭ রানে জসপ্রিত বুমরাকে আউট করে ভারতের ইনিংস শেষ করে দেন ফিল্যান্ডার। ভারতের লিড ২৪০ রানের। ওয়ান্ডারার্সের কঠিন পিচে জিততে গেলে দক্ষিণ আফ্রিকাকে ২৪১ রান করতে হবে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ফিল্যান্ডার, রাবাডা ও মর্কেল তিনটি করে এবং এনগিডি ১ টি উইকেট নিয়েছেন।
# ফের ছক্কা মারতে গিয়ে আউট শামি। ২৮ বলে ২৭ রান করে এনগিডির বলে আউট শামি। তার আগে ভূবির সঙ্গে জুটিতে মূল্যবান ৩৫ রান যোগ করেন শামি। ২৩৮ রানে ভারতের অষ্টম উইকেটের পতন হয়।
# দুটি ছক্কা মারলেন শামি।
# ৭ উইকেটে ২০৭ রান ভারতের। লিড ২০০।
#চা-পানের বিরতির পর কঠিন উইকেটে ৪৮ রানের ইনিংস খেলে আউট হলেন রাহানে। মাত্র ২ রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারলেন না তিনি। ২০৩ রানে ভারতের সপ্তম উইকেটের পতন হয়। ভারত এগিয়ে ১৯৬ রানে।
# দুরন্ত লড়াই রাহানে ও ভূবির। রাহানের সঙ্গে ভূবির জুটিতে এখনও পর্যন্ত ৫১ রান যোগ হয়েছে। রাহানে ৪৬ এবং ভূবি ২৩ রানে ব্যাট করছেন।চা পানের বিরতি পর্যন্ত ভারতের রান ৬ উইকেটে ১৯৯ রান। ভারত এগিয়ে ১৯২ রানে।
# ভূবনেশ্বর কুমারকে নিয়ে লড়াই রাহানের। ভারতের রান দেড়শো ছাড়াল। ৩৩ রানে ব্যাটিং করছেন রাহানে।
#দলের ১৪৮ রানে ছয় উইকেট হারাল ভারত। আউট হার্দিক পান্ড্য (৪)।
#কঠিন পরিস্থিতিতে ৭৯ বলে ৪১ রান করে আউট কোহলি। ১৩৪ রানে পঞ্চম উইকেটের পতন ভারতের। রাবাডার বলে আউট কোহলি।
# বিজয় আউট হওয়ার পর লাঞ্চ ঘোষণা হয়।
#ভারতের ১০০ রানে চতুর্থ উইকেট হারাল ভারত। রাবাডার বলে বোল্ড বিজয়। ১২৭ বলে ২৫ রান করেন বিজয়। কোহলির সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৪৩ রান যোগ করেন তিনি। ভারতের লিড ৯৬ রানের।
# দিনের শুরুতেই জোড়া ধাক্কা খাওয়ার পর ভারতীয় দলের ইনিংসের হালর ধরেছেন বিজয় ও কোহলি। তাঁদের জুটিতে ইতিমধ্যেই ৩০-এর বেশি রান যোগ হয়েছে। ৩৬.১ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৯৩। ভারত এগিয়ে ৮৬ রানে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারাল ভারত। গতকালের ১ উইকেটে ৪৯ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল এবং মুরলী বিজয়। কিন্তু স্কোরবোর্ডে আর মাত্র দু রান যোগ হওযার পরই ফিল্যান্ডারের বলে আউট হয়ে যান রাহুল (১৬)। ৫১ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। এরপর ভারতীয় ইনিংসে আঘাত হানেন মর্নি মর্কেল। তিনি ফিরিয়ে দেন চেতেশ্বর পূজারাকে। তিনি করেন মাত্র ১ রান। ৫৭ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। দক্ষিণ আফ্রিকার থেকে ভারতের লিড ৫০ রান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement