Taniya Sapna Bhatia: লন্ডনের বিলাসবহুল হোটেল থেকে চুরি ভারতীয় ক্রিকেটারের গয়নার ব্যাগ, নগদ টাকা
Taniya Sapna Bhatia Update: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে যাওয়া ভারতীয় দলের সদস্য ছিলেন তানিয়া ভাটিয়া। যদিও কোনও ম্যাচই খেলার সুযোগ পাননি তিনি।
লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ের আনন্দের মাঝেই ক্ষতির মুখে ভারতীয় মহিলা ক্রিকেট দলের (India Cricket Team) তারকা ক্রিকেটার তানিয়া ভাটিয়া। লন্ডনে একটি বিলাসবহুল হোটেলে ছিল হরমনপ্রীত বাহিনী। সেখানেই তানিয়ার রুম থেকে খোয়া গিয়েছে তাঁর গয়না ব্যাগ, নগদ টাকা। নিজের সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন তানিয়া। তানিয়া নিজের সোশাল মিডিয়ায় লিখেছেন, ''ম্যারিয়ট হোটেল লন্ডন মাইডা ভেল ম্যানেজমেন্টের আচরণে আমি স্তম্ভিত ও হতাশ। কেউ আমার ব্যক্তিগত রুমে ঢুকে আমার ব্যাগ চুরি করেছে। ব্যাগের মধ্যে নগদ অর্থ, কার্ড, একাধিক ঘড়ি ও গয়না ছিল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে এই হোটেলেই আমি ছিলাম। একেবারেই নিরাপদ নয়। আশা করি দ্রুত এই বিষয়ে তদন্ত হবে এবং সমাধান হবে। ইসিবি ক্রিকেটের পছন্দের হোটেলে এরকম নিরাপত্তাহীনতা চমকে দেওয়ার মতো। আশা করি তাঁরা এই বিষয়ে অবগত হবে।'' হোটেল কর্তৃপক্ষ তানিয়াকে ট্যুইট করে জানিয়েছে যে, বিস্তারিত তথ্য ইমেইল মারফত পাঠাতে। উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশের জার্সিতে মোট ১৯টি ম্যাচ খেলেছেন তানিয়া ভাটিয়া।
Indian cricketer Taniyaa Sapna Bhatia tweets that her bag with cash, cards, watches & jewellery was stolen from her personal room during her stay at Marriot Hotel London. Also asks for quick investigation & resolution of the matter. pic.twitter.com/z4YGcRaE01
— ANI (@ANI) September 26, 2022
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঝুলন গোস্বামী। ম্যাচের পরের দিন নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ঝুলন লেখেন, 'আজ সেই দিনটা এসেই গিয়েছে। সব যাত্রাই যেমন কোনও না কোনোদিন শেষ হয়, তেমনভাবেই আমার ২০ বছরের অধিক সময়ের ক্রিকেটীয় সফরও আজ শেষ হচ্ছে। আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার জন্য এই সফরটা সবথেকে সন্তোষজনক। আমি দুই দশকের অধিক সময় ধরে ভারতীয় জার্সি পরে মাঠে নামার এবং নিজের দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছি। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত কানে আসলে বরাবরই আমি গর্ববোধ করেছি।'