নয়াদিল্লি: মারডেকা কাপের (Mardeka Cup) জন্য ২৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। তবে ২৬ জনের এই দল সম্ভাব্য। এর থেকে ২৩ জনের চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।


মালয়েশিয়ার মারডেকা কাপ আয়োজিত হবে ১৩ থেকে ১৭ অক্টোবর। আয়োজক মালয়েশিয়া ফুটবল ফেডারেশনের তরফে এই টুর্নামেন্টের সূচি আগেই প্রকাশ করা হয়েছে। আসন্ন মারডেকা কাপে এক গ্রুপে জায়গা হয়েছে ভারত এবং আয়োজক মালয়েশিয়ার।


ভারতীয় সিনিয়র ফুটবল দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ অক্টোবর। প্রতিপক্ষ আয়োজক মালয়েশিয়া। সেইদিনেই শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এবারের টু্র্নামেন্ট হবে চারদেশীয় টু্র্নামেন্ট। প্রসঙ্গত, ভারত এবং আয়োজক মালয়েশিয়া ছাড়া মারডেকা কাপে খেলবে লেবানন ও প্যালেস্তাইন। 


টুর্নামেন্টটি খেলা হবে নক-আউট ফর্ম্যাটে। প্রতিযোগিতার সবকয়েকটি ম্যাচই খেলা হবে মালয়েশিয়ার বুকিট জলিল জাতীয় স্টেডিয়ামে। ফলে প্রথম ম্যাচে যদি মালয়েশিয়া কোনও অঘটন ঘটিয়ে ভারতকে হারিয়ে দেয়, তাহলে প্রথমেই ছিটকে যেতে হবে ভারতকে। ১৩ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে লেবানন এবং প্যালেস্তাইন। এরপর মাঠে নামবে ভারত এবং মালয়েশিয়া। ফলে সেইদিনেই নিশ্চিত হয়ে যাবে ফাইনালের দুই দল। ১৭ অক্টোবর তৃতীয় স্থানের জন্য লড়াই করবে প্রতিযোগিতার প্রথম দিনের দুই পরাজিত দল। তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচের পরবর্তীতে সেই দিনই খেলা হবে ফাইনাল।


 






গোলকিপার: গুরপ্রীত সিংহ সাঁধু, অমরিন্দর সিংহ, বিশাল কায়েথ ও ধীরাজ সিংহ


ডিফেন্ডার: নিখিল পূজারি, রোশন সিংহ, সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলি, মেহতাব সিংহ, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র ও শুভাশিস বসু


মিডফিল্ডার: জিকসন সিংহ, সুরেশ সিংহ, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, সাহাল আব্দুল সামাদ, ব্র্যান্ডন ফার্নান্দেজ়, লালিয়ানজুয়ালা ছাংতে, উদান্তা সিংহ, বিক্রম প্রতাপ সিংহ, মহেশ সিংহ নাওরেম, লিস্টন কোলাসো ও নন্দকুমার সেকার


ফরওয়ার্ড: সুনীল ছেত্রী ও মনবীর সিংহ


হেড কোচ: ইগর স্তিমাচ                                              


আরও পড়ুন: ABP Exclusive: হাতে দইয়ের হাঁড়ি, মুরলীধরন বলছেন, বিশ্বকাপে গেমচেঞ্জার হবেন কোহলি-বুমরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial