লুয়াসান্নে: ২০২৩ সালে ভারতেই বসতে চলেছে হকি বিশ্বকাপের (Hockey World Cup) আসর। মঙ্গলবারই (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক হকি ফেডারেশনের (FIH) তরফে আসন্ন হকি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হল। সেই সূচি অনুযায়ী ১৩ জানুয়ারি রাউরকেল্লায় নবনির্মিত বিরসা মুণ্ডা স্টেডিয়ামেই ভারতীয় দল (Indian Hockey Team) নিজেদের হকি বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে। কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত?


স্পেনের বিরুদ্ধে শুরু


১৩ জানুয়ারি থেকে হকি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। বিশ্বকাপে গ্রুপ 'ডি'-তে রয়েছে ভারত। সূচি অনুযায়ী স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে। তার দুইদিন পরে একই স্টেডিয়ামে বিশ্বের ছয় নম্বর দল ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টোকিও বিশ্বকাপে ব্রোঞ্জ পদকজয়ী ভারত। নিজেদেপ গ্রুপ পর্বের শেষ ম্য়াচে ওয়েলসের বিরুদ্ধে খেলবে ভারত। ১৯ জানুয়ারি এই ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে রাউরকেল্লা নয়, বরং ওড়িশার কলিঙ্গা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। 


ভারত বিশ্বকাপের আয়োজক দেশ হলেও, বিশ্বকাপের প্রথম ম্যাচে কিন্তু মাঠে নামবে না তারা। বরং, ২০১৬ সালের অলিম্পিক্সে সোনাজয়ী আর্জেন্তিনা এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের বিশ্বকাপ। ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজিত হওয়া কলিঙ্গা স্টেডিয়ামেই সামনের বিশ্বকাপের প্রথম ম্যাচও খেলা হবে। দিনের দ্বিতীয় ম্যাচে বিশ্বের এক নম্বর হকি দল অস্ট্রেলিয়া মাঠে নামবে ফ্রান্সের বিরুদ্ধে। ওই দিনেই বিরসা মুণ্ডা স্টেডিয়ামে এরপর ইংল্যান্ড এবং ওয়েলসের ম্যাচ আয়োজিত হবে। তারপরেই দিনের চতুর্থ ম্যাচে মাঠে নামতে দেখা যাবে ভারতকে।


 






সেরা ভারত


এই বিশ্বকাপে মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। এই বিশ্বকাপে মোট ৪৪টি ম্যাচ খেলা হবে। এ বারের ফাইনালেও ভুবনেশ্বরেই আয়োজিত হবে। ভারতের গ্রুপে কিন্তু ভারতই এফআইএচর ক্রমতালিকার বিচারে সবচেয়ে সেরা দল (বিশ্বের পাঁচ নম্বর)। তাই ভারতীয় দল এই গ্রুপ থেকে নক আউটে পৌঁছনোরও অন্যতম দাবিদার।


আরও পড়ুন: কাল প্রথম টি-টোয়েন্টি, বিরাটদের দেখতে সমর্থকদের ঢল