তেরাসা: মহিলাদের হকি বিশ্বকাপে (FIH World Cup) স্বপ্নভঙ্গ ভারতের। স্পেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষরক্ষা হল না। ০-১ ব্যবধানে পরাস্ত হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর স্বপ্ন চুরমার হয়ে গেল ভারতীয় মহিলা দলের।


গোটা টুর্নামেন্টেই ভারতীয় দল পেনাল্টি কর্নারগুলিকে কাজে লাগাতে বারবার ব্যর্থ হয়েছে। এই ম্যাচেও তার অন্যথা হল না। একাধিক সুযোগ তৈরি করেও, তা কাজে লাগাতে না পারার জেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল ভারতকে। অবশ্য স্পেনের আক্রমণকে দীর্ঘক্ষণ প্রতিহত করতে কিন্তু সক্ষম হয়েছিল ভারতীয় রক্ষণ। তবে শেষ কোয়ার্টারে, বাঁশি বাজার মিনিট তিনেক আগেই স্পেনের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন মার্তা সেগু।


নড়বড়ে শুরু দুই দলের


ক্লারার শট সবিতা (Savita Punia) বাঁচিয়ে দেওয়ার পর, রিবাউন্ড থেকে মার্তার কাছে বল আসে। সুযোগ কাজে লাগিয়ে তিনি ভারতীয় জালে বল জড়িয়ে দিতে সক্ষম হন। তিন কোয়ার্টার ধরে মরিয়া লড়াইয়ের পরেও, শেষ কোয়ার্টারে এমন গোল হজম করেই বিদায় নিতে হল ভারতকে। প্রথম কোয়ার্টারে দুই দলের কেউই আহামরি খেলতে পারেননি। অষ্টম মিনিটে ভারত প্রথম পেনাল্টি কর্ণার পেলেও, স্পেনের রক্ষণ তা আটকে দেয়।


তবে দ্বিতীয় কোয়ার্টার থেকে স্পেন হু হু করে আক্রমণ হানতে থাকে। স্প্যানিশদের আক্রমণের সামনে অবশ্য ভারত মাথা নত করেনি। ভারতীয় ক্যাপ্টেন সবিতা, গোলে মুহূর্তের মধ্যে এক দুই নয়, পরপর তিন তিনটি সেভ করে প্রমাণ করে দেন, কেন তাঁকে এত উচ্চমানের গোলরক্ষক বলে মনে করা হয়। দ্বিতীয় কোয়ার্টার শেষের কয়েক মিনিট আগে সালিমার বাড়ানো বল থেকে ভারতকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বন্দনা। তবে তাঁর চিপ শট গোলের উপর দিয়েই বেরিয়ে যায়। 


নয় জনে নেমে যায় স্পেন


তৃতীয় কোয়ার্টারে ভারতই খানিকটা এগিয়ে শুরু করলেও, স্পেন ম্যাচে ফেরে। দুই দলই এই কোয়ার্টারে মরিয়া হয়ে গোলের জন্য ঝাঁপায়। তবে গোলের বদলে দুই দল একাধিক সুযোগ নষ্ট করে এবং বেশ কয়েকটি ভুলও করে। তা সত্ত্বেও গোলের দেখা মেলেনি। শেষমেশ মার্তা স্পেনকে এগিয়ে দেন। শেষের তিন মিনিটে মার্তা সবুজ ও গার্সিয়া হলুদ কার্ড দেখায় স্পেন নয় জনে নেমে যায়। তাও ভারতীয় দল সেই সুযোগ নিতে পারেনি। ০-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।


আরও পড়ুন: উইম্বলডনে ইতিহাস গড়েও সতর্ক, কী বলছেন জকোভিচ?