মুম্বই: বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা পাননি পুনম রাউত, শিখা পাণ্ডের মতো ক্রিকেটারেরা। দল থেকে বাদ পড়েই সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পুনম রাউত (Punam Raut)। রবিবার তার জবাব দিলেন কোচ রমেশ পওয়ার (Ramesh Powar)।
নিউজিল্যান্ডে বিশ্বকাপের জন্য উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের কোচ পওয়ার এবং অধিনায়িক মিতালি রাজ। সেখানেই পুনমের ক্ষোভের জবাবে পওয়ার বলেন, ‘দলের নির্বাচনের বিষয়ে আমি এইটুকু বলতে পারি যে সকলেই দলে তাদের অবস্থান এবং দল ভবিষ্যতে তাদের বিষয়ে কী ভাবছে, তা সম্পর্কে অবগত ছিল। সুতরাং, এই দলের কাউকেই আলাদা করে কিছু বলার বা জবাবদিহি করার কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সবাই নিজের ভূমিকা এবং ভবিষ্যত সম্পর্কে জানে।’
সামনেই নিউজিল্যান্ডের মাটিতে মহিলাদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই তার জন্য ভারতীয় মহিলা দলের ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল। তারপর খেলবে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি সারতে সেই সিরিজের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় শিবির।
নিউজিল্যান্ডে উড়ে যাওয়ার আগে রবিবার সাংবাদিক বৈঠক করলেন মহিলা দলের কোচ রমেশ পওয়ার (Ramesh Powar) ও অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)। সেখানে পওয়ারের গলায় অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামীকে (Jhulanm Goswami) নিয়ে উচ্ছ্বাস।
ভারতীয় মহিলা দলের কোচ বলেছেন, 'ঝুলনের দিকে আমাদের বিশেষ নজর রয়েছে। আমরা সকলেই চাই বিশ্বকাপ শুরু হওয়ার সময় ও নিজের দক্ষতার শীর্ষে থাকুক। তাই ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভারতীয় দলের মেডিক্যাল ইউনিট এ ব্যাপারে বিশেষ মনোযোগী।'
প্রসঙ্গত ৩৯ বছরের ঝুলনের এটাই শেষ বিশ্বকাপ হতে পারে। যদিও নিজেকে সুপারফিট রাখতে প্রবল পরিশ্রম করেন কিংবদন্তি। জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগে এবিপি লাইভকে তিনি জানিয়েছিলেন যে, সুপারফিট থাকতে কীভাবে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করেছেন।
ফাঁকা মাঠে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজনের ইঙ্গিত বোর্ডের
৪ মার্চ থেকে বিশ্বকাপ শুরুর আগে ফেব্রুয়ারি মাসে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। একটি টি-টোয়েন্টি এবং পাঁচ ওয়ান ডে ম্যাচের সেই সিরিজ ৯ ফেব্রুয়ারি শুরু হবে এবং শেষ ম্যাচ খেলা হবে ২৪ ফেব্রুয়ারি। বিশ্বকাপের আগে নিজেদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ পাবেন মিতালিরা। আপাতত সেই দিকেই তাকিয়ে ভারতীয় শিবির।