বালি: এ যেন পুনরাবৃত্তি। বারবার আশা জাগিয়েও তীরে এস তরী ডুবছে পি ভি সিন্ধুর। ইন্দোনেশিয়া ওপেনের ঠিক তেমনই হল। সেমিতেই হেরে গেলেন হায়দরাবাদি শাটলার। তাইল্যান্ডের রাতচানক ইন্তাননের বিরুদ্ধে হেরে যেত হল ব্যাডমিন্টনে ২ বারের অলিম্পিক্স পদক জয়ী ভারতীয় মহিলা শাটলারকে। ম্যাচের ফল ১৫-২১, ২১-১৯, ২১-১৪। এদিকে পিভি সিন্ধুর হারের দিনেই ছেলেদের ডাবলস সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটিও।


টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জাপানি তারকা শাটলার আয়া ওহোরির (Aya Ohori) কাছে প্রথম গেমে ১৭-২১ হারলেও পরের দুই গেম ২১-১৭, ২১-১৭ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন সিন্ধু। এ বার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে (quarterfinals) স্পেনের বিট্রিজ কোরালেস (Beatriz Corrales) কিংবা দক্ষিণ কোরিয়ার বল সিম ইউজিনের (Sim Yujin) বিরুদ্ধে খেলবেন তিনি।


প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে টানা ২ বার অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জিতেছেন। নিজে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন, এবার ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে চান। কিছুদিনের মধ্যেই নিজের ব্যাডমিন্টন ট্রেনিং অ্যাকাডেমি তৈরি করছেন পিভি সিন্ধু। অন্ধ্রপ্রদেশ সরকারের সহায়তায় বিশাখাপত্তনমে হবে এই অ্যাকাডেমি। এই বিষয়ে সিন্ধু জানিয়েছেন, ‘আমি কিছুদিনের মধ্যেই বিশাখাপত্তনমে একটি ট্রেনিং অ্যাকাডেমি শুরু করতে চলেছি। এখানে ছোটদের খেলা শেখানো হবে। এই অ্যাকাডেমি তৈরি করতে রাজ্য সরকার সাহায্য করছে। ঠিকমতো উৎসাহ না পাওয়ার ফলে অনেক বাচ্চা ছেলে-মেয়ে পিছিয়ে পড়ছে। আমি তাদের পাশে দাঁড়াতে চাই।’


আরও পড়ুন: নিউজিল্যান্ডের সামনে ২৮৪ রানের লক্ষ্য় দিল ভারত, রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে টেস্ট