মুম্বই: আগামী বছর আইপিএল (ipl) কবে থেকে শুরু হতে চলেছে? এখনও সরকারিভাবে কোনও তারিখ জানানো না হলেও সূত্রের খবর, আগামী বছর ২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে ভিভো আইপিএল ২০২২। চেন্নাইয়ে প্রথম ম্যাচ হতে চলেছে। সেক্ষেত্রে সিএসকে যে প্রথম ম্যাচে নামছে তা বলাই যায়। নতুন মরসুমে ৮ দল নয়, ১০ দলের টুর্নামেন্ট হতে চলেছে। দল বাড়ছে। বদলে যাচ্ছে আইপিএলের খোলনলচেও। সামনের বছর থেকে সম্পূর্ণ নতুন রূপে হবে আইপিএল।


 


কেমন হতে চলেছে ফর্ম্যাট?


আগামী মরসুমেই যোগ দিচ্ছে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ আইপিএল ২০২২-এ খেলবে ১০টি দল। মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। যার মধ্যে প্রত্যেকটি দল ৭টি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে। ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেক গ্রুপে থাকবে ৫টি করে দল।


৮ থেকে বেড়ে ১০ দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) হতে চলেছে। আমদাবাদ ও লখনউ থেকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি খেলবে পরের আইপিএল থেকে। সিভিসি গ্রুপের দখলে আমদাবাদ ও সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের দখলে গিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। আর একাধিক কাটাছেঁড়ার পর যে নতুন ফ্র্যাঞ্চাইজিকে সংযোজিত করেছে বিসিসিআই।


তাহলে কী করে ৭টি করে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ? কারণ, গ্রুপের প্রত্যেকটি দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। সেই অঙ্কে প্রত্যেকটি দল হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে ৪টি করে মোট ৮টি ম্যাচ খেলবে। পাশাপাশি গ্রুপ এ-র একটি দল গ্রুপ বি-র চারটি দলের সঙ্গে একবার করে খেলবে। গ্রুপ বি-র একটি দলের সঙ্গে তাদের দুবার ম্যাচ খেলতে হবে।


সামনের মরসুমে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য টেন্ডার ডেকেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। একাধিক সংস্থা বিড জমা করে। সংস্থাগুলি সোমবার দুবাইয়ে তাদের নিজস্ব প্রতিনিধিদের মাধ্যমে বিড জমা করে। এরপর দুই সফল ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করে বিসিসিআই।


আরও পড়ুন: বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি শারমিন আক্তার সুপ্তারের