মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনবদ্য বোলিংয়ে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) দুরন্ত এক জয় এনে দিয়েছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। অর্শদীপের বোলিংয়েই ১৩ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় পাঞ্জাব কিংস। আর এই অনবদ্য বোলিং স্পেলের সুবাদেই এক ধাক্কায় পার্পল ক্যাপের (IPL 2023 Purple Cap) তালিকায় এক নম্বরে পৌঁছে গেলেন অর্শদীপ সিংহ।


অর্শদীপ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নির্ধারিত চার ওভারে ২৯ রান খরচ করে চার চারটি উইকেট নেন। শেষ ওভারে ম্যাচ যখন ৫০-৫০ পরিস্থিতিতে রয়েছে সেই সময়ই বল করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে অর্শদীপ প্রমাণ করে দিলেন কেন তাঁকে ভারতের ভবিষ্যত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিঁখুত বোলিংয়ে একের পর এক দুরন্ত ফুল লেংথ বল করেন অর্শদীপ। তিলক বর্মা, নেহাল ভাদেরার কাছে তাঁর বোলিংয়ের কোনও জবাব ছিল না। ১৬ রানের পুঁজি নিয়ে মাত্র দুই রান খরচ করেন অর্শদীপ। দুরন্ত বোলিংয়ে ভেঙে দেন তিলক ও নেহালের মিডল স্টাম্প। 


এই চার উইকেটের সুবাদে বর্তমানে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকার শীর্ষে পৌঁছে গেলেন অর্শদীপ। তিনি ১৫.৬৯ গড় ও ৮.১৬-র ইকোনমিতে এই উইকেটগুলি নিয়েছেন। পার্পল ক্যাপের তালিকায় অর্শদীপ পিছনে ফেললেন আরও এক ভারতীয় তারকা ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে। সিরাজ অর্শদীপের থেকে এক ম্যাচ কম খেলে এক উইকেট কম নিয়েছেন। তাঁর বোলিং গড় ১৩.৪১। তালিকার প্রথম স্পিনার গত দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রশিদ খান। 


রশিদ শনিবার গুজরাত টাইটান্সের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজের নির্ধারিত চার ওভারে ৩৩ রানের বিনিময়ে একটি উইকেট নেন। ইতিমধ্যেই টুর্নামেন্টে একটি হ্যাটট্রিক নিয়ে ফেলেছেন তারকা আফগান স্পিনার। তাঁর দখলেও সিরাজের মতোই সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক উইকেট রয়েছে। কিন্তু রশিদের গড়, ১৬.৫৮, সিরাজের থেকে বেশি হওয়ায় তিনি তালিকায় সিরাজের পরে তিন নম্বরে রয়েছেন।


তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ড তথা লখনউয়ের তারকা ফাস্ট বোলার মার্ক উড। তিনি চার ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। অবশ্য উড শনিবারের ম্যাচে গুজরাতের বিরুদ্ধে খেলননি। অপরদিকে, গত বারের পার্পল ক্যাপজয়ী যুজবেন্দ্র চাহালও ১১ উইকেট নিয়েছেন। তবে তিনি ইতিমধ্যেই উডের থেকে দুই বেশি ছয় ম্যাচ খেলে ফেলেছেন। তিনি তালিকায় আপাতত পঞ্চম স্থানে রয়েছেন।


আরও পড়ুন: সমান পয়েন্টে ৫ দল! আইপিএল প্লে অফের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই