কলকাতা: আইপিএলের (IPL 2023) ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়। সবচেয়ে বড় কথা, প্রথম পাঁচ দল রয়েছে সমান পয়েন্টে।


ষোড়শ আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। গতবার যারা ফাইনালে গুজরাত টাইটান্সের কাছে হেরে গিয়েছিল। পরপর দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসকে ধরে ফেলেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। শেষ ৫ ম্যাচের মধ্যে চারটি জিতেছে চেন্নাই সুপার কিংস।


শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে সিএসকে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছেন ধোনিরা। ৮ পয়েন্ট তাঁদের ঝুলিতে। তবে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে সিএসকে। নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকার কারণে। সিএসকে-র নেট রান রেট +০.৩৫৫। 


পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গেল রাজস্থান। ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের পয়েন্ট ৮। আগের ম্যাচে হারলেও তাঁদের নেট রান রেট ভাল। +১.০৪৩। শনিবার গুজরাতের কাছে হেরে গিয়েছে লখনউ। তবে পয়েন্ট টেবিলে দুই নম্বরেই থেকে গিয়েছেন কে এল রাহুলরা। ৭ ম্যাচ খেলে কে এল রাহুলদেরও পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। তবে নেট রান রেটে রাজস্থানের চেয়ে একটু পিছিয়ে লখনউ। রাহুলদের নেট রান রেট +০.৫৪৭।


চারে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। তাঁর দল তথা গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৬ ম্যাচে ৪টি জিতেছেন। হেরেছেন ২টি ম্যাচে। হার্দিকদের ঝুলিতেও ৮ পয়েন্ট। রান রেটে সামান্য পিছিয়ে গুজরাত। + ০.২১২। শনিবার লখনউকে হারিয়ে দিয়েছে গুজরাত।


শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে ১৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস। ৭ ম্যাচের শেষে স্যাম কারানদের পয়েন্টও ৮। তবে নেট রান রেট ভাল নয়। - ০.১৬২। রান রেট পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আর পাঞ্জাব কিংস শিবির চাইবে সেদিক থেকেও ভাল জায়গায় থাকতে। যার জন্য বড় ব্যবধানে জিততে হবে স্যাম কারান-অর্শদীপ সিংহদের।


৬ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে বিরাট কোহলিরা। তাঁদের পয়েন্ট ৬। ছয় ম্যাচ খেলে মুম্বই ইন্ডিয়ান্সেরও পয়েন্ট ৬। শনিবার পাঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছে রোহিত শর্মাদের। নেট রান রেটে সামান্য পিছিয়ে রয়েছেন রোহিত শর্মারা। সেই কারণে মুম্বই রয়েছে পয়েন্ট টেবিলের সাত নম্বরে। রোহিতদের নেট রান রেট - ০.২৫৪। কলকাতা নাইট রাইডার্স রয়েছে আট নম্বরে । ৬ ম্যাচে ২টি জিতেছেন নীতীশ রানারা। ৪ পয়েন্ট রয়েছে কেকেআরের সাফল্যের ঝুলিতে। তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৬ ম্যাচে ৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (৬ ম্যাচে ২ পয়েন্ট)।



আরও পড়ুন: ইডেনে ধোনি-ধমাকা রুখতে কেকেআরের ভরসা স্পিন ত্রিফলা