মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে পীযূষ চাওলার (Piyush Chawla) দুরন্ত বোলিংয়ের সুবাদে এক সময় বেশ চাপেই পড়ে গিয়েছিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। কিন্তু স্যাম কারানের (Sam Curran) ৫৫, হরপ্রীত সিংয়ের (Harpreet Singh) ৪১ ও শেষের দিকে জীতেশ শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেটের বিনিময়ে ২১৪ রান তুলল পাঞ্জাব।


আর্চারের প্রত্যাবর্তন


এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইয়ের শক্তি বাড়িয়ে এই ম্যাচে একাদশে ফেরেন জোফ্রা আর্চার। ব্যাটে নেমে শুরুটা একেবারেই ভাল করেনি পাঞ্জাব কিংস। মাত্র ১১ রানেই সাজঘরে ফেরেন ম্যাথিউ শর্ট, ১৮ রানে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। দ্বিতীয় উইকেটে প্রভসিমরন সিংহ ও অর্থব তাইডে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। কিন্তু অভিজ্ঞ পীযূষ চাওলা পরপর উইকেট নিয়ে পাঞ্জাব কিংসকে চাপে ফেলে দেন।


কারান-হরপ্রীতের লড়াই


তাইডে (২৯) ও লিয়াম লিভিংস্টোনকে (১০) ফেরান তিনি। প্রভসিমরনকে ২৬ রানে আউট করেন অর্জুন তেন্ডুলকর। ১৮ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস। এরপরই পাঞ্জাবকে ম্যাচে ফেরানোর দায়ভার নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক স্যাম কারান ও হরপ্রীত সিংহ। পঞ্চম উইকেটে দুইজনে প্রথমটা খানিকটা সামলে নিয়ে তারপর আক্রমণ শুরু করেন। ১৬তম ওভারে অর্জুন তেন্ডুলকরের বিরুদ্ধে ৩১ রান তোলেন দুইজনে। ৩৮ বলে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন এঁরা।


 






তবে গ্রিন শেষমেশ হরপ্রীতের ৪১ রানের ইনিংস থামান। কারান ও হরপ্রীতের ৪৮ বলে ৯২ রানের পার্টনারশিপ শেষ হয়। তবে এই পার্টনারশিপ ভাঙলেও সাত নম্বরে ব্যাটে নামা জীতেশ শুরু থেকেই দুর্ধর্ষ আগ্রাসীভাবে ব্যাট করেন। তিনি ব্যাটে নেমেই নিজের প্রথম দুই বলে দুইটি ছক্কা হাঁকান। শেষমেশ কারানের অর্ধশতরান ও জীতেশ এবং হরপ্রীতের আগ্রাসী ইনিংসের সুবাদেই দুইশো রানের গণ্ডি পার করে ফেলে পাঞ্জাব। মুম্বইয়ের হয়ে এদিন জীতেশই ১৫ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে সর্বসেরা বোলিং করেন। ওয়াংখেড়ে উইকেট ব্যাটিং সহায়ক, মাঠও ছোট, তাই ২১৫ রান তাড়া করা অস্বাভাবিক কিছুই নয়।


আরও পড়ুন: দলের পরাজয়ের দিনেও কোহলির রেকর্ড ভেঙে অনন্য নজির গড়লেন রাহুল