বেঙ্গালুরু: বোলিং-অ্যাকশন অবিকল লাসিথ মালিঙ্গার মতো। ঠিক যেমন একসময় মালিঙ্গার বলে ব্যাটাররা হাবুডুবু খেত, অনেকটা তেমনভাবেই সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটারদেরও বিপাকে ফেললেন এক তরুণ শ্রীলঙ্কান ফাস্ট বোলার। তবে তিনি মালিঙ্গার মতো মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেননা, খেলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে। কে তিনি? তিনি হলেন শ্রীলঙ্কার তরুণ তারকা মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)।


তুরুপের তাস


২০ বছর বয়সি এই তরুণ ফাস্ট বোলারই গতকাল আরসিবির বিরুদ্ধে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) তুরুপের তাস হয়ে উঠেছিলেন। ৩ ওভারে আরসিবির জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রানের। এই সময়ে এই লঙ্কান তরুণের দিকেই বল জুড়ে দেন ধোনি। ১৮তম ওভারে পাথিরানা মাত্র চার রান খরচ করেন এবং ২০তম ওভারে ১১রানের বিনিময়ে একটি উইকেটও নেন পাথিরানা। শাহবাজ আমেদকে ১২ রানে সাজঘরে ফেরত পাঠান তিনি। পাথিরানার দুরন্ত বোলিংয়ে ভর করেই আট রানে আরসিবিকে পরাস্ত করে সিএসকে।


২০২১ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও কিন্তু পাথিরানার পারফরম্যান্স বেশ চমকপ্রদ ছিল। তিনি ওই টুর্নামেন্টে ৬.১৬ ইকোনমিতে চার ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন। তবে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার সবে শুরু হয়েছে। শ্রীলঙ্কান তরুণ এখনও পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে গত বছরের অগাস্টেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান তিনি। এমনকী, গত বছর যখন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর আইপিএল অভিষেক ঘটেছিল, সেই সময় তিনি প্রথম শ্রেণির একটি ম্যাচও খেলেননি।


ধোনির প্রশংসা


সেই ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন তরুণ ফাস্ট বোলার। কালকে চাপের মুখে দুরন্ত বোলিং করে তিনি কিন্তু প্রমাণ করে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। আইপিএল অভিষেকের পর কিন্তু পাথিরানাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলন ধোনি। সিএসকে অধিনায়ক সেই সময় বলেছিলেন, 'ও ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে। আর ওর যা বোলিং অ্যাকশন, তাতে সহজে বল বোঝাটাও বেশ কঠিন। তাই ওর বিরুদ্ধে একটু দেখেশুনেই খেলতে হয়। যেহেতু ওর বল বুঝতে একটু বেশি সময় লাগে এবং ও বেশ গতিতে বল করে, তাই জন্যই ওর বিরুদ্ধে ব্যাট করাটা খুব কঠিন হয়ে যায়।' মালিঙ্গা দীর্ঘদিন আইপিএলের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। 'বেবি মালিঙ্গা' (Baby Malinga) এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।


আরও পড়ুন: আরসিবি-সিএসকে ম্যাচ শেষে মাঠের ধারেই খোশমেজাজে আড্ডা দিলেন ধোনি-কোহলি, ভাইরাল ভিডিও