সন্দীপ সরকার, কলকাতা: ঘড়িতে তখন দুপুর আড়াইটে। ম্যাচের আগে ওয়ার্ম আপ করছেন দুই দলের ক্রিকেটারেরাই। গুজরাত টাইটান্সের (GT) ক্রিকেটার মহম্মদ শামিকে (Mohammed Shami) দেখা গেল বেশ খোশমেজাজে। সিএবির যুগ্মসচিব দেবব্রত দাসের সঙ্গে মাঠের ধারে দাঁড়িয়ে আড্ডা মারছিলেন।


আচমকাই মেঘের আড়ালে ঢাকা পড়লেন সূর্যদেব। আকাশ মুহূর্তে কালো হয়ে গেল। মনে হল, দুপুরেই যেন সন্ধ্যে নেমেছে কলকাতায়। মাঠের ফ্লাডলাইট জ্বেলে দেওয়া হল। প্রাকৃতিক আলো এতই কমে এল। কৃত্রিম আলোতেই দুই দল প্র্যাক্টিস সারছিল। টসও হল নির্ধারিত সময়ে। দুপুর তিনটেয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য


তারপরই বৃষ্টি নামল ঝমঝমিয়ে। মুহূর্তে ঢাকা হল গোটা ইডেন গার্ডেন্স (Eden Gardens)। হতাশ দর্শকরা। প্রায় ৭০ জন মাঠকর্মীকে নিয়ে মাঠ ঢাকার কাজের তদারকি করছেন ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়। যিনি বোর্ডের পিচ কমিটির পূর্বাঞ্চলীয় প্রধানও। রয়েছেন বোর্ডের পিচ কমিটির প্রধান আশিস ভৌমিকও।


সাড়ে তিনটেয় ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময়। তবে যা পরিস্থিতি, তাতে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যাবে না। বৃষ্টি থামলে মাঠের কভার সরানো হবে। মাঠ খেলার উপযুক্ত মনে হলে তবেই ম্য়াচ শুরুর করার সবুজ সংকেত দেবেন আম্পায়াররা।


২৩ এপ্রিল ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নাইটদের (KKR vs CSK) আগের ম্যাচেও ঝড়বৃষ্টির পূর্বভাস ছিল। অনেকে আশঙ্কা করেছিলেন, প্রকৃতির রুদ্ররোষে না ধোনি-শো ভেস্তে যায়।


যদিও সেই ম্যাচে বরুণদেব রক্ষা করেছিলেন। কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে বৃষ্টি হয়নি। সুষ্ঠুভাবেই ম্যাচ শেষ হয়েছিল। কেকেআরকে হারিয়ে দিয়েছিল সিএসকে।


শনিবার দুপুর সাড়ে তিনটেয় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। টস দুপুর তিনটেয়। চলতি আইপিএলে মোট ৭টি হোম ম্যাচ খেলছে কেকেআর। যার মধ্যে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটিই একমাত্র দুপুরে। বাকি ৬ ম্যাচই রাতের ম্যাচ। যে কারণে কেকেআর বনাম গুজরাত ম্যাচের টিকিটের জন্য হাহাকার ছিলই।


আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?


আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিলই যে, কেকেআর বনাম গুজরাত ম্যাচে থাবা বসাতে পারে বৃষ্টি। দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার বিকেলের বৃষ্টিতে গুজরাত টাইটান্সকে প্র্যাক্টিস বাতিল করতে হয়েছিল। শুক্রবার বৃষ্টি না হলেও, কোনওরকম ঝুঁকি নিতে চাননি ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়। গোটা মাঠ ঢেকে রাখা হয়েছিল। শনিবার বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয় কি না, সেটাই দেখার।


আরও পড়ুন: কেকেআর ম্যাচের জন্য জন্মদিনের উৎসব মুলতুবি করে মাঠে নেহরা