কলকাতা: কানায় কানায় উপচে পড়া গ্যালারি। মাঠে হাজির টিম মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। চার বছর পর ঘরের মাঠে ব্যাট হাতে নামছেন তিনি। দর্শকদের উন্মাদনাও ছিল তুঙ্গে।


কেমন সেই উন্মাদনার ছবি?


রহমনুল্লাহ গুরবাজ হাফসেঞ্চুরি করে কর্ণ শর্মার বলে আউট হলেন। চিৎকার করে উঠল জনতা। শুনে বিভ্রান্ত হতে পারেন। নাইটরা কি অ্যাওয়ে ম্যাচ খেলছেন? যে কারণে উইকেট পড়তেই জনতার উল্লাস? 


ঘোর কাটল তার পরেই। দেখা গেল গ্যালারির শব্দব্রহ্মের কারণ। ব্যাট করতে নামলেন তিনি। পাঁচ নম্বরে। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়ে। নতুন হেয়ারস্টাইল। সাদা মোহক। স্পিনার কর্ণ শর্মা বল করছিলেন। তাই হয়তো হেলমেট ছাড়া নামলেন। তিনি, আন্দ্রে রাসেল (Andre Russell)। যিনি ইডেনে চার বছর আগে আইপিএলে শেষ যে ম্যাচ খেলেছিলেন, ছারখার করে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সকে।


কিন্তু বৃহস্পতিবার হতাশ করলেন। কর্ণ শর্মার প্রথম বলেই তিনি লং অফে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। সঙ্গে সঙ্গে যেন নিস্তেজ হয়ে পড়ল গ্যালারি। প্রত্যাশার ফানুস যেন চুপসে গেল মুহূর্তে। প্রথম বলেই কোনও রান না করে ফিরলেন রাসেল। গোল্ডেন ডাক হলেন।


মাঠে শাহরুখ


ইডেনে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম ম্যাচে মাঠে হাজির শাহরুখ খান (SRK)। সঙ্গে কন্যা সুহানা। চোখে নাইটগ্লাস। পরনে কালো হুডি। হাতে স্মার্টওয়াচ। শাহরুখকে দেখে উদ্বেলিত ইডেন জনতা। বাদশাও সকলের দিকে হাত নেড়ে ও থাম্বস আপ দেখিয়ে অভিবাদন জানালেন।


তবে এদিন প্রথা ভেঙে মাঠে এলেন শাহরুখ। কারণ, তিনি বিশ্বাস করেন, ম্যাচ শুরু হওয়ার কয়েক ওভার পর তিনি মাঠে ঢুকলে কেকেআর ভাল খেলে। তাই বরাবর তিনি মাঠে আসেন খেলা শুরু হওয়ার পর। ম্যাচের ঠিক ৩-৪ ওভার পর তিনি মাঠে আসেন।


যদিও সেই ছক ভেঙে বৃহস্পতিবার শাহরুখ মাঠে এলেন খেলা শুরু হওয়ার আগে। টস জিতে ততক্ষণে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ইডেন গার্ডেন্সের বি ব্লকের বিখ্যাত ব্যালকনিতে দেখা গেল শাহরুখকে। পাশে সুহানা। রয়েছেন সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। যিনি কেকেআরের ম্যাচ থাকলেই বেগুনি শাড়ি পরে, কপালে নাইটদের জার্সির রংয়ের টিপ পরে হাজির হয়ে যান।


পরিবর্ত মেরিডিথ


টুর্নামেন্ট শুরু হওয়ার মুখেই ধাক্কা খেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। অস্ত্রোপচারের পর ফিট না হওয়ায় ছিটকে গিয়েছিলেন ঝাই রিচার্ডসন। তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।


মুম্বই ইন্ডিয়ান্স থেকে ঘোষণা করা হল, ঝাই রিচার্ডসনের পরিবর্তে নেওয়া হল রাইলি মেরিডিথকে। এর আগেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন যিনি। ২০২২ সালের আইপিএলে মুম্বইয়ের হয়ে ৮টি ম্যাচ খেলেছিলেন ডানহাতি পেসার। নিয়েছিলেন ৮ উইকেট।


আরও পড়ুন: প্রথা ভেঙে ম্যাচ শুরু হওয়ার আগেই ইডেনে এসআরকে, গ্যালারিতে আবেগের ঢেউ