আমদাবাদ: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কাল মহারণ। কোয়ালিফায়ার টুয়ে শুক্রবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। জিতলে ফাইনালের টিকিট। ট্রফি জয়ের আর একটি সুযোগ। হারলেই বিদায়।


কারা খেলবেন দুই দলের প্রথম একাদশে? ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেই বা কে সুযোগ পাবেন?


মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল: ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, হৃতিক শোকিন/নেহাল ওয়াধেরা, ক্রিস জর্ডান, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল ও কুমার কার্তিকেয়।


মুম্বই যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে শুরুতে খেলার সম্ভাবনা সূর্যকুমার যাদবের। পরে তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামবেন কুমার কার্তিকেয় বা নেহাল ওয়াধেরা বা হৃতিক শোকিন। শুরুতে ফিল্ডিং করলে কার্তিকেয়, ওয়াধেরা বা হৃতিক শুরুতে খেলবেন। রান তাড়া করার সময় নামবেন সূর্যকুমার।


গুজরাত টাইটান্সের সম্ভাব্য দল: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, সাই সুদর্শন/অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আমেদ, জশ লিটল/যশ দয়াল, মোহিত শর্মা ও মহম্মদ শামি।


গুজরাত যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে শুরুতে খেলার সম্ভাবনা বিজয় শঙ্করের। পরে তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামবেন জশ লিটল বা যশ দয়াল। শুরুতে ফিল্ডিং করলে লিটল বা যশ শুরুতে খেলবেন। রান তাড়া করার সময় নামবেন বিজয়।

মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) টুর্নামেন্টে সঠিক সময়ে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেয়েছে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে মুম্বই। এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে কার্যত দুরমুশ করে ম্যাচ জিতেছে। ব্যাটিংয়ে সকলেই ছন্দে। শুরুর দিকে ফর্ম হাতড়ে বেড়ানো রোহিত শর্মা বড় শট খেলছেন। ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদবরা দুরন্ত ছন্দে। বল হাতে পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফরা তো ছিলেনই, সাম্প্রতিক সংযোজন আকাশ মাধওয়াল।


এবারের আইপিএলে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। সেই ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে দিয়েছিল গুজরাত। সাম্প্রতিক ফর্ম ধরলে এই ম্যাচেও মুম্বইকেই ফেভারিট মনে হবে। মুম্বইয়ের বোলাররা দুরন্ত ছন্দে। যা ক্যাপ্টেন রোহিত শর্মার বিরাট ভরসা।


বোলিংয়ে গুজরাতও পিছিয়ে নেই। টুর্নামেন্টের সেরা বোলারের তালিকায় প্রথম দুইয়ে হার্দিকের দুই যোদ্ধা - মহম্মদ শামি ও রশিদ খান। ২৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপ শামির দখলে। ২৫ উইকেট নিয়ে দুই নম্বরে রশিদ খান। মুম্বইয়ের বিরুদ্ধে দুজনের ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 


আরও পড়ুন: ABP Exclusive: শুরু হয়ে গেল সংস্কারের কাজ, বিশ্বকাপের আগে ভোল পাল্টে যাচ্ছে ইডেনের