কলকাতা: ম্য়াচে নিজের প্রথম ওভারে এসেই ঝটকা দিয়েছিলেন। আউট করেছিলেন সানরাইজার্সের (KKR vs SRH) ময়ঙ্ক অগ্রবাল ও রাহুল ত্রিপাঠীকে। কিন্তু আনন্দের মাঝেই চিন্তার কারণ হয়ে উঠেছিলেন তিনি। উইকেট পাওয়ার আনন্দের মাঝেই হাঁটু গেড়ে বসে পড়েন ক্রিজের পাশেই। তাতেই ইডেনের গ্যালারির সমর্থকদের মধ্যে চিন্তা শুরু হয়ে যায়, তাহলে কি চোট পেলেন আন্দ্রে রাসেল (Andre Russell)? ব্যাট হাতে মাঠে নামলেও তাঁকে নিয়ে কিন্তু উদ্বেগ কমছে না।
রাসেলের চোট কতটা গুরুতর?
সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের পর একদিন কাটতে না কাটতেই আবারও মাঠে নামবে কেকেআর। রবিবার কেকেআরের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। এত কম সময়ের মধ্যে রাসেল কি ফিট হয়ে মাঠে নামতে পারবেন? তাঁর চোট ঠিক কতটা গুরুতর? ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana) সাফ জানিয়ে দিচ্ছেন, রাসেল চোট পাননি। তিনি বলেন, 'ও চোট পাইনি, একটু খিঁচ ধরেছিল বটে। তবে সেটা ডিহাইড্রেশনের জন্যই। ওর চোট নিয়ে চিন্তা করার কিছু নেই।'
তবে রাসেলের ব্যাটিং ফর্ম নিয়েও কিন্তু কম সমালোচনা হচ্ছে না। এ মরসুমে এখনও পর্যন্ত চার ম্যাচে তিনি যথাক্রমে ৩৫, ০, ১ ও ৩ রান করেছেন। সেই নিয়েও চিন্তার কোনও কারণ দেখছেন না নীতীশ। নাইট অধিনায়ক বলেন, 'রাসেল টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। ও যদি ব্যাট হাতে পারফর্ম করতে না পারে, আমি নিশ্চিত ও তাহলে বল হাতে পারফর্ম করবেই। আজ যেমনটা হল। চার ম্যাচে ওকে প্রথমবার বোলিং করতে ডাকলাম এবং বল পেয়ে শুরুতেই দুই উইকেট এনে দিল ও। রান করার দায়িত্ব তো রাসেলের একার নয়। ও আছে বলে ওকেই রান করতে হবে এমন কোনও মানে নেই। ওকে করতে পারলে তা নিঃসন্দেহে দারুণ বিষয়। সত্যি বলতে আমরা ওর দক্ষতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি নিশ্চিত ও ফর্মে ফিরবে।'
রানাকে কুর্নিশ
তিনি যখন ক্রিজে নামলেন, ৩.৩ ওভারে কলকাতা নাইট রাইডার্সের (KKR) স্কোর ২০/৩। মার্কো জানসেন পরপর দুই বলে ফিরিয়ে দিয়েছেন বেঙ্কটেশ আইয়ার ও সুনীল নারাইনকে। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার পেসার। মাথার ওপর ২২৮ রানের বোঝা। কার্যত দমবন্ধকর পরিস্থিতি। সেখান থেকেই পাল্টা লড়াই শুরু করলেন নীতীশ রানা (Nitish Rana)। সানরাইজার্স হায়দরাবাদের সেরা পেসার উমরন মালিকের এক ওভারে জোড়া ছক্কা ও এক গণ্ডা চার মেরে তুললেন ২৮ রান। শেষ পর্যন্ত ৪১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন কেকেআর ক্যাপ্টেন। তাঁর দল ২৩ রানে ম্যাচ হারল। কিন্তু ইডেনের কানায় কানায় উপচে পড়া গ্যালারি কুর্নিশ করল লড়াকু রানাকে।
আরও পড়ুন: আরসিবি শিবিরে হ্যাজেলউড, আইপিএলে কোহলি-ওয়ার্নার, রাহুল-ধবন টক্কর, এক নজরে আইপিএলের সেরা ৫ খবর