চেন্নাই: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৭০ রানের বেশি করতে পারেনি মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই ম্যাচে হেরে লিগ তালিকায় এক নম্বর থেকে তিন নম্বরে নেমে গিয়েছে সিএসকে। মতান্তরে ধোনিকে রান তাড়া করার বিষয়ে সর্বরকালের সর্বসেরা ব্যাটার হিসাবে গণ্য করা হয়। কিন্তু রয়্যালসের বিরুদ্ধে ধোনি ব্যাটই করতে নামেননি। 


কেন আটে ধোনি?


গোটা মরসুমেই ধোনি আট নম্বরে ব্যাট করেছেন। তিনি এত পরে ব্যাটে নেমেও কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, বেশ ছন্দেও রয়েছেন মাহি। তাই কেন ব্যাটিং অর্ডারে তাঁর প্রমোশন হচ্ছে না? কেন এত পরের দিকে ব্যাট করতে নামছেন ধোনি? এই বিষয়ে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিংয়ের (Stephen Fleming) দাবি সবার ভিন্ন ভিন্ন ভূমিকা আগে থেকেই নির্ধারিত রয়েছে এবং যেহেতু দল ভালই পারফর্ম করছে, তাই দলের ব্যাটিং অর্ডারে ম্যানেজমেন্টের তরফে কোনওরকম বদলের চিন্তাভাবনা করা হয়নি।


রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের পর সিএসকে কোচ ফ্লেমিং বলেন, 'সবার আলাদা আলাদা ভূমিকা আগে থেকেই নির্ধারিত রয়েছে। রাহানে তো তিন নম্বরে আমাদের হয়ে দারুণ পারফর্ম করছে। আজকের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে চতুরভাবে গতি বদল করে ভাল বোলিং করে। আমরা প্রথম ছয় ওভারে তেমন রানই তুলতে পারিনি। ডেভন কনওয়ে ভাল ফর্ম থাকলেও আজ রান পাননি। আমরা একেবারেই দ্রুত গতিতে রান করতে পারিনি। যখন রানের গতি বাড়ানোর চেষ্টা করি, তখনই আমরা প্রচুর ভুল করে বসি।'


আরও পড়ুন: শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?


শুধু ফিনিশারের ভূমিকা


সিএসকের বোলিং কোচ ডোয়েন ব্র্যাভোও (Dwayne Bravo) ধোনির আট নম্বরে ব্যাটে নামার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, 'এই জায়গাই ওই ব্যাট করবে বলে ঠিক করা হয়েছে। জাডেজা, রায়াডু, দুবেদের ও বেশি করে সুযোগ দিতে চায়। তাই দায়িত্ব নিয়ে ওকেই নীচের দিকে নামত হচ্ছে। ও শুধু ফিনিশারের ভূমিকা পালন করেই খুশি।'


ধোনির স্মৃতিচারণা


ভারত তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে গণ্য করা হয় মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni)। তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। জল্পনা অনুযায়ী এটাই আইপিএলেও তাঁর শেষ মরসুম হতে চলেছে। তাই প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষ ফ্রাঞ্চাইজির মাঠ হলেও দর্শকরা কাতারে কাতারে শুধু ধোনির জন্যই ভিড় জমাচ্ছেন। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল সোয়াই মানসিংহ স্টেডিয়ামেও (Sawai Mansingh Stadium) একই ছবি ধরা পড়ল। 


মাঠ সিএসকে তথা ধোনির জার্সিত প্রচুর সমর্থক উপস্থিত হয়েছিলেন। ম্যাচ শেষে ধোনি নিজেও অতীতের স্মৃতিচারণা করে জানান এই মানসিংহ স্টেডিয়াম তাঁর কাছে বিশেষ অনুভূতির। তিনি জানান, 'এই মাঠটা আমার কাছে বিশেষ আবেগের। বিশাখাপত্তনমে আমার প্রথম শতরানের ফলে আমি আরও ১০টি ম্যাচ খেলা নিশ্চিত করতে পেরেছিলাম। কিন্তু এখানে খেলা ১৮৩ রানের ইনিংস ফলে আমার জাতীয় দলে আরও এক বছর খেলাটা পাকা হয়ে গিয়েছিল। তাই এখানে ফিরে আসাটা বরাবরাই আমার কাছে খুব স্পেশাল।'


আরও পড়ুন: ইডেনে ব্রুকের সেঞ্চুরির সেই পিচে গুজরাতের বিরুদ্ধে পরীক্ষায় বসবে কেকেআর