মোহালি: দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। টুর্নামেন্টে শুরু হতে আর মাত্র তিনদিন বাকি। সব দলই জোরকদমে সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মোহালিতে শুরু হয়ে গিয়েছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) চূড়ান্ত প্রস্তুতি শিবির। সেখানে চলছে শিখর ধবন (Shikhar Dhawan), অর্শদীপ সিংহদের (Arshdeep Singh) নিজেদের ঘষামাজা করে নেওয়ার পালা।
পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসাবে শিখর ধবনের সামনে বিরাট চ্যালেঞ্জ। আইপিএলের ইতিহাসে কোনওদিন ট্রফি জয়ের স্বাদ পায়নি প্রীতি জিন্টার দল। এমনকী, ২০১৪ সালের পর থেকে আর প্লে অফের যোগ্যতাও পায়নি পাঞ্জাব। ২০১৪ সালের আইপিএলে ফাইনালে উঠে শাহরুখ খান-জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল প্রীতি জিন্টার যোদ্ধাদের। এবার কি ধবনের হাত ধরে ১৫ বছরের অপেক্ষার অবসান হবে?
টুর্নামেন্ট শুরুর আগে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ধবন। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে টেকেনি। আইনিভাবে বিচ্ছেদ হয়নি। তবে আলাদা থাকেন শিখর ও আয়েশা। পুত্র জোরাবর থাকে মায়ের কাছেই। পুত্রের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছিলেন ধবন। তবে এ নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি ধবন বা আয়েশা, কেউই।
খেলা(sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।