কলকাতা: চার ম্যাচে ১০ উইকেট। যাঁরা বলেন টি-টোয়েন্টি ক্রিকেট ব্যাটারদের খেলা, তাঁদের মুখের মতো জবাব দিচ্ছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। পার্পল ক্যাপও আপাতত তাঁর দখলে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। শাকিব আল হাসানের মতো তারকারা অনেক সময়ই বলেছেন যে, ভারতে আইপিএল খেলে তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁদের উন্নতিতে সাহায্য করেছে।
জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।
ষোড়শ আইপিএলে পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি উইকেট?
এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। আইপিএলে যিনি পরিচিতি তৈরি করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে। তবে ট্রফির দেখা না পাওয়ায় দল ঢেলে সাজিয়েছিল আরসিবি। গত মরসুমেই ছেড়ে দেওয়া হয়েছিল হরিয়ানার লেগস্পিনারকে। চাহালের নতুন দল এখন রাজস্থান রয়্যালস। যারা প্রথম আইপিএলে শ্যেন ওয়ার্নারে নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে শোরগোল ফেলে দিয়েছিল।
রাজস্থানের জার্সি গায়েও কিন্তু বল হাতে একইরকম কার্যকরী। গতবার আইপিএল ফাইনাল খেলেছিল রাজস্থান। গোটা টুর্নামেন্টে নজরকাড়া বোলিং করেছিলেন চাহাল। এবারও তিনি সমান বিপজ্জনক। চাহালের ঘূর্ণি ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে যেন।
পরিসংখ্য়ান বলছে, এই মুহূর্তে পার্পল ক্যাপ রয়েছে লেগস্পিনার চাহালের দখলে। ৪ ম্যাচে যিনি ১০ উইকেট নিয়েছেন। ইকনমি? ৭.৫৬। অর্থাৎ, ওভারপ্রতি মাত্র সাড়ে সাত রান করে খরচ করেছেন চাহাল। টি-টোয়েন্টি ক্রিকেটে যা ঈর্ষণীয় রেকর্ড। চাহাল রিস্টস্পিনার। তাই এত অল্প রান খরচ করে তাঁর ১০ উইকেট সকলের সম্ভ্রম আদায় করে নিয়েছে। একটি ম্যাচে ৪ উইকেটও নিয়েছেন চাহাল। তবে এখনও পর্যন্ত কোনও মেডেন ওভার নেননি।
চাহালের পর সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় প্রথম পাঁচে আর কারা?
দুইয়ে উঠে এসেছেন রশিদ খান। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে গুজরাত টাইটান্সের লেগস্পিনার রয়েছেন তালিকায় দুই নম্বরে। মার্ক উড এক ধাপ নেমে তিন নম্বরে রয়েছেন। ইংরেজ পেসার তিন ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। যার মধ্যে একটি ম্যাচে ৫ উইকেটও ছিল লখনউ সুপার জায়ান্টস পেসারের। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে চার নম্বরে উঠে এসেছেন গুজরাত টাইটান্সের আলজারি জোসেফ। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন পাঞ্জাব কিংসের অর্শদীপ সিংহও। তবে ইকনমি তুলনামূলকভাবে বেশি থাকায় তিনি জোসেফের এক ধাপ পরে, পাঁচ নম্বরে। গুজরাত টাইটান্সের মহম্মদ শামি ও চেন্নাই সুপার কিংসের পেসার তুষার দেশপাণ্ডেও ৪ ম্যাচে ৭টি করে উইকেট নিয়েছেন। ইকনমি বেশি হওয়ায় তালিকায় ৬ ও ৭ নম্বরে রয়েছেন তাঁরা।
আরও পড়ুন: জানতামও না শেষ ওভারে কত রান দরকার ছিল, বলছেন কেকেআরের অবিশ্বাস্য জয়ের নায়ক