সন্দীপ সরকার, কলকাতা: বৃহস্পতিবার বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রস্তুতি। শুক্রবারও খলনায়ক বৃষ্টি। মাঝপথেই পণ্ড কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG), দুই দলেরই প্র্যাক্টিস। মাঠ ঢাকা পড়ল সাদা প্লাস্টিকের কভারে।


শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ কেকেআরের। প্লে অফের দৌড়ে থাকতে গেলে জিততেই হবে নাইটদের। তারপরেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। 


কিন্তু যদি ম্যাচে থাবা বসায় বৃষ্টি? যদি ম্যাচ ভেস্তে যায়?


কপাল পুড়বে কেকেআরের। কারণ, কেকেআর আটকে যাবে ১২ পয়েন্টেই। প্লে অফে যাওয়ার আর কোনও আশা বেঁচে থাকবে না।


শুক্রবার বিকেলে দুই দলই চূড়ান্ত মহড়া সারতে ইডেনে পৌঁছে গিয়েছিল। প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন নীতীশ রানা, আন্দ্রে রাসেলরা। লখনউয়ের নেট সেশনও শুরু হয়ে গিয়েছিল। গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে। রাসেলরা নেটে ঢোকার তোড়জোড় শুরু করেছিলেন। তখনই আকাশ কালো করে এল। ঝোড়ো হাওয়া। তারপরই নামল বৃষ্টি। মাঠকর্মীরা দ্রুত কভার টেনে দিলেন। নেট গুটিয়ে ড্রেসিংরুমে ঢুকে পড়লেন ক্রুণাল পাণ্ড্য, নীতীশ রানারা।


মাঝপথে প্রস্তুতি থামিয়েই হোটেলে ফিরে গেলেন দুই দলের ক্রিকেটারেরা।


আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ। সেই সময় বৃষ্টির আশঙ্কা নেই। কিন্তু দুপুরে যদি মুষলধারে বৃষ্টি হয়? সিএবি কিউরেটর কোনও ঝুঁকি নিতে রাজি হবেন না। আকাশ মেঘাচ্ছন্ন হলেই তিনি মাঠ ঢেকে দেবেন। তবে কোনও কারণে ম্যাচ ভেস্তে গেলে কেকেআরের প্লে অফ স্বপ্নের সলিল সমাধি হয়ে যাবে।


সব দল অন্তত ১৩টি ম্যাচ খেলে ফেলেছে। এখনও নির্ধারিত হয়নি কারা প্লে অফের (IPL Play Off) বাকি তিনটি জায়গা পাবে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছেন নাইটরা (KKR)। কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?


চতুর্থ দল হিসাবে প্লে অফে জায়গা করে নিতে কেকেআরের লড়াই চার দলের সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস।


আরসিবির ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। নেট রান রেট + ০.১৮০। বিরাট কোহলিদের ম্যাচ বাকি গুজরাতের বিরুদ্ধে। সেই ম্যাচে আরসিবি বিশাল ব্যবধানে হারলে কেকেআরের সুবিধা। সেক্ষেত্রে শেষ ম্যাচ জিততেই হবে কেকেআরকে। বিরাট ব্যবধানে জিতলে নেট রান রেটেও এগিয়ে যেতে পারবে কেকেআর।


১৩ ম্যাচে ১৪ পয়েন্ট মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মাদের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। রবিবার। সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারতেই হবে। এবং সেটাও বড় ব্যবধানে। তাহলে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতলে পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে যাবে কেকেআর।


১৩ ম্যাচে ১২ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। সঞ্জু স্যামসনদের রান রেট +০.১৪০। শেষ ম্যাচে আজ, শুক্রবার পাঞ্জাব কিংসের কাছে হারতে হবে রাজস্থানকে। তবে পাঞ্জাবের খুব বেশি বড় ব্যবধানে জেতা চলবে না। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে যাবেন শিখর ধবনরা। আজকের ম্যাচের ওপর কেকেআরের ভাগ্য অনেকটাই নির্ভরশীল।


১৩ ম্যাচে ১২ পয়েন্ট পাঞ্জাব কিংসের। শিখর ধবনদের ম্যাচ বাকি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই ম্যাচে অল্প ব্যবধানে হারাতে হবে রাজস্থানকে।


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি


আরও পড়ুন: কোহলিদের বিরাট জয়ে কোণঠাসা কেকেআর, প্লে অফে যেতে হলে চাই অলৌকিক ফল