বেঙ্গালুরু: ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) ৮১ রানে দুরমুশ করে ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। বুধবার ফের নাইটদের (KKR) সামনে আরসিবি। লড়াই এবার বিরাটদের ডেরায়। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। যে স্টেডিয়ামে আইপিএলের জন্ম হয়েছিল ১৫ বছর আগে। আর জন্মলগ্নেই রেকর্ড সেঞ্চুরিতে আরসিবি বোলিংকে খুন করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। টানা চার ম্যাচ হেরে আইপিএলে কোণঠাসা কেকেআর। পয়েন্ট টেবিলে আট নম্বরে পড়ে রয়েছে কেকেআর। আরসিবি-র বিরুদ্ধে পরাজয় মানে প্লে অফের স্বপ্ন কার্যত ভেন্টিলেটরে ঢুকে যাওয়া।


আর বিরাট যুদ্ধের আগে কেকেআরকে ভাবাচ্ছে বোলিং ও ওপেনিং জুটি। ইডেনে নাইটদের আগের ম্যাচে চেন্নাই সুপার কিংস ২৩৫ রান তুলেছিল। ইডেনে আইপিএলের সর্বোচ্চ রান ছিল সেটাই। চলতি আইপিএলে ৭ ম্যাচের তিনটিতে দুশোর বেশি রান খরচ করেছেন কেকেআর বোলাররা। শার্দুল ঠাকুরের চোট কেকেআরের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। আরসিবির বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ব্যাটে নাইটদের জয়ের নায়ক ছিলেন শার্দুলই। 


ওপেনিং নিয়েও একইরকম সমস্যায় কেকেআর। গত মরসুমে বারবার ওপেনিং জুটি পাল্টেও সাফল্যের মুখ দেখেনি কেকেআর। এবারও ৭ ম্যাচের মধ্যে ৫টি আলাদা ওপেনিং জুটি ব্যবহার করে ফেলেছে কেকেআর। টপ অর্ডার স্বস্তি দিচ্ছে না কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। পাওয়ার প্লে-তে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১৭ উইকেট হারিয়েছে কেকেআর। পাওয়ার প্লে-র ৬ ওভারে মাত্র ৭.৮ রান রেটে স্কোরবোর্ড সচল রাখছে কেকেআর। যা টুর্নামেন্টের দ্বিতীয় মন্থরতম। টুর্নামেন্টের মাঝপথে দলে থাকা আটজন বিদেশিকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দিয়েছে কেকেআর। তাও প্রথম একাদশ গুছিয়ে উঠতে পারেনি।


অন্যদিকে, বরাবরের মতো আরসিবি-র সেরা শক্তিই হল ব্যাটিং টপ অর্ডার। শুরুতেই ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। দুরন্ত ছন্দে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও। চলতি আইপিএলে প্রায় ১৯০ স্ট্রাইক রেট রেখে রান করে চলেছেন ম্যাড-ম্যাক্স।


এই মুহূর্তে বোলিংয়ে এগিয়ে আরসিবি। পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার, মহম্মদ সিরাজ উইকেট তুলছেন নিয়মিতভাবে। হর্ষল পটেলের স্লোয়ার বলও ফের ব্যাটারদের ধোঁকা দিচ্ছে। বুধবারের ম্যাচের পর অ্যাওয়ে ম্যাচ খেলতে বেরিয়ে পড়বে আরসিবি। প্রতিপক্ষের ডেরায় গিয়ে পরপর ৫টি ম্যাচ খেলতে হবে বিরাটদের। তার আগে ঘরের মাঠে জিততে মরিয়া থাকবে আরসিবি।


কবে খেলা?


২৬ এপ্রিল, বুধবার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স।


কোথায় খেলা


আজকের খেলাটি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে।


কখন শুরু ম্যাচ


ম্যাচ শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। সন্ধে ৭টায় টস হবে।


কোথায় দেখবেন?


স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ।



আরও পড়ুন: আইপিএলের কামাল! সুন্দরবনের মাটির বাড়ির বাসিন্দা জিতলেন ঝাঁ চকচকে গাড়ি