কলকাতা: শনিবার লখনউ সুপার জায়ান্টসের ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মধ্যে এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। এই ম্যাচে ফের একবার ব্যাট হাতে এক চোখধাঁধানো ইনিংস খেললেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। কেকেআরকে জেতাতে না পারলেও, ৩৩ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসে খেলেন রিঙ্কু। তাঁর দুরন্ত ইনিংসে মন্ত্রমুগ্ধ গোটা বিশ্ব।


নিরুত্তাপ রিঙ্কু


বিভিন্ন মহল থেকে রিঙ্কু সিংহকে জাতীয় দলে সুযোগ দেওয়ার ডাকও আসছে। তবে এ বিষয়ে রিঙ্কু নিজে নিরুত্তাপ। বরং দুর্দান্ত এক আইপিএল মরসুম খেলতে পারায় তিনি সন্তুষ্ট। রিঙ্কু বলেন, 'এমন একটা মরসুম খেলতে পেরে দারুণ লাগছে। ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে আমি তেমন কিছু ভাবছি না। বাড়ি ফিরে আমি আবার এতদিন পর্যন্ত নিয়মিতভাবে যা করে এসেছি, যেমন প্রতিদিন অনুশীলনে যাওয়া, জিম করা, এগুলোই করব। আমার নিজের কাজটা করে যাওয়াটাই লক্ষ্য।'


গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ ছক্কার ইনিংস যে তাঁর পরিচিতি অনেকটাই বাড়িয়ে দিয়েছে, তা অকপটে স্বীকার করে নিচ্ছেন রিঙ্কু। 'আমি পরিবার দারুণ খুশি। লোকজ এর আগে আমাকে চিনত বটে। তবে শেষ কয়েকটি ইনিংস খেলার পরে লোকজন আমায় জানছেও। গুজরাতের বিরুদ্ধে ওই পাঁচ ছক্কার ইনিংসের পর থেকে লোকজন আমাকে অনেক বেশি সম্মান করতে শুরু করতে শুরু করেছে এবং অনেক বেশি লোকজন আমাকে চিনেওছে।' বলেন রিঙ্কু।


রিঙ্কুর ইতিহাস


প্রসঙ্গত, লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে কেকেআরকে জেতাতে না পারলেও এক সর্বকালীন ইতিহাস গড়ে ফেললেন নাইট তরুণ রিঙ্কু সিংহ। তিনি এ মরসুমের ১৪ ম্যাচে ৫৯.২৫ গড়ে ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে মোট ৪৭৪ রান করেছেন। গোটা টুর্নামেন্টে তিনি পাঁচ বা তাঁর নীচেই ব্যাট করেছেন। এত নীচেব্যাট করে আইপিএলের ইতিহাসে আর কেউ এত রান করেননি। রিঙ্কু প্রাক্তন এক কেকেআর তারকার রেকর্ডই ভাঙলেন। বছর পাঁচেক আগে দীনেশ কার্তিক কেকেআরের হয়ে খেলাকালীন ৪৭২ রান করেছিলেন। রিঙ্কু তাঁর রেকর্ড ভেঙে দিলেন। 


রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ লখনউ অধিনায়ক ক্রুণাল পাণ্ড্যও (Krunal Pandya)। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই গোটা বছরটাই রিঙ্কুর জন্য দুর্দান্ত কেটেছে। ও যতক্ষণ ক্রিজে রয়েছে, ততক্ষণ সবকিছুই সম্ভব। আজকে ও আ‌বারও তা প্রমাণ করল। সত্যি বলতে ডেথ ওভারে নিখুঁতভাবে পরিকল্পনা বাস্তবায়িত করাটাও বেশ চাপ।'


আরও পড়ুন: বাড়ির মূল দরজায় রাখুন এই জিনিসগুলি, ধনদেবী লক্ষ্মীর মিলবে দেখা