মুম্বই: আজ ওয়াংখেড়ের মাঠে মরসুমের ২২তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR_। কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দখলে। তাই এই ম্যাচে ব্যাট হাতে তাঁকে দেখার জন্য অনেকেই মুখিয়ে ছিলেন। তবে সেই স্বপ্নপূরণ হল না।
অনুপস্থিত রোহিত
ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টস করতে নীতীশ রানার বিপরীত রোহিত শর্মার বদলে সকলকেই খানিকটা অবাক করে দিয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নামেন। পোলার্ডের অবসরের পর এবং যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে এ মরসুমে সূর্যকুমারকেই দলের সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তাই রোহিতের অনুপস্থিতিতে সূর্যকুমারের টস করতে আসাটাই স্বাভাবিক। কিন্তু সমর্থকদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি আবারও চোটের কবলে পড়লেন রোহিত? কী হয়েছে তাঁর?
সূর্যকুমার ম্যাচের টসের সময় রোহিতের অনুপস্থিতির বিষয়ে কথা বলতে গিয়ে সাফ জানিয়ে দেন যে রোহিত আহত নন। তিনি বলেন, 'রোহিতের পেটের সামান্য সমস্যা রয়েছে।' অবশ্য ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানকে। প্রসঙ্গত, এই ম্যাচে মাঠে উপস্থিত রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরও। তিনি মুম্বই দলের তরফে মহিলাদের খেলাধুলোর উন্নতি ও শিক্ষার প্রসার বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার সমর্থনেই মাঠে উপস্থিত রয়েছেন।
অর্জুনের অভিষেক
টসের পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টিম লিস্ট প্রকাশ করার পরই আবেগের পারদ চড়তে শুরু করল। বিস্ফোরণ হল, যখন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ওভারই তাঁর হাতে বল তুলে দিলেন স্কাই। আইপিএলে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। যাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র। যদিও সচিন নিজেও চান না যে, অর্জুনকে কেউ সচিন-পুত্র হিসাবে চিনুক। অর্জুন নিজেও চান নিজের দক্ষতায় প্রতিষ্ঠা পেতে। প্রথম ওভারেই নজর কেড়ে নিলেন বাঁহাতি পেসার। খরচ করলেন মাত্র ৫ রান।
মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসে তেন্ডুলকর স্বয়ং। গ্যালারিতে দেখা গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে বসে। সূর্য প্রথম ওভার তুলে দিলেন তরুণ অর্জুনের হাতে। বাবা কিংবদন্তি ব্যাটার। ছেলে কিন্তু পেসার অলরাউন্ডার। বল করতে যখন রান আপ ধরে দৌড়চ্ছেন, গোটা গ্যালারি গর্জন করছে, অর্জুন... অর্জুন... একটা সময় গোটা ক্রিকেটবিশ্ব স্যাচিন... স্যাচিন গর্জনে অভ্যস্ত ছিল। রবিবার দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে নিয়ে উচ্ছ্বাসের ছবি।
আরও পড়ুন: বেঙ্কটেশ দুরন্ত ছন্দে ব্যাট করলেও, ৭৩ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে কেকেআর