বেঙ্গালুরু: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন। আইপিএলের (IPL 2023) প্রথম ম্যাচেও বল হাতে দাপট দেখিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। হায়দরাবাদের পেসার ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে তুলে নিয়েছেন ১ উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ে বড় অবদান রেখেছেন সিরাজ।


তবে সাফল্যের মাঝেও সিরাজকে ধাক্কা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং। ব্যর্থ হলে বা ছন্দ হারালে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হতে হয়, তা কিছুতেই মেনে নিতে পারছেন না ডানহাতি পেসার। হায়দরাবাদের দরিদ্র পরিবার থেকে উত্থান সিরাজের। তাঁর বাবা পেশায় অটোচালক ছিলেন। তিনি প্রয়াত হয়েছেন। মাঠের খারাপ পারফরম্যান্সের জন্য যেভাবে বাবার পেশা তুলে বিদ্রুপ করা হয়, তা কিছুতেই মেনে নিতে পারছেন না সিরাজ।


আরসিবির পডকাস্টে এ নিয়ে এক আড্ডায় সিরাজ বলেছেন, 'সোশ্যাল মিডিয়ায় লিখে দেওয়াটা খুব সহজ। যে কোনও জায়গায় বসে একে তাকে গালি দেওয়া যায়। কিন্তু কেউ দেখেও না যে, উল্টো দিকের লোকটা জীবনে কী সংগ্রাম করেছে। কী করে তাকে গালি দিতে পারি?' এখানেই থেমে না থেকে সিরাজ যোগ করেছেন, 'ওই সমস্ত মেসেজ দেখলে মানুষ উৎসাহ হারিয়ে ফেলে। কোনও কারণ ছাড়াই আক্রমণের শিকার হতে হয়। আমরা ভাবতে বসে যাই, এরপর কী? কেন? একদিনে এঁরা আপনাকে ভারতের ভবিষ্যৎ বানিয়ে দেবেন। পরের দিনই বলবেন, আরে তুই কিছুই নয়। যা গিয়ে অটো চালা। এটা কী? কিছু বুঝতেই পারি না। ভাল করলে লোকে মাথায় তুলে রাখে। খারাপ করলে লোকে ছুড়ে ফেলে দেয়।'


 






ঘরের মাঠে আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল ফাফ ডু প্লেসির দল। ১৭২ রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল আরসিবি। ব্যাট হাতে অপরাজিত ৮২ রানের ইনিংস খেললেন বিরাট। ৭৩ রান করেন ফাফ ডুপ্লেসি। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান বিরাট। অন্যদিকে ফাফ তাঁর ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান।


আরও পড়ুন: ধোনিদের ঘুরে দাঁড়ানোর লড়াই আজ, ডি'কককে ছাড়াই হয়তো মাঠে রাহুলরা