মুম্বই: গত সোমবার লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (LSG vs RCB) ম্যাচ শিরোনাম কেড়ে নেয়। তবে ম্যাচের ক্রিকেটে নয়, শিরোনাম কাড়ে দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যেকার বিবাদ। গোটা ঘটনার ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। রিপোর্ট অনুযায়ী, এবার এই বিষয়ে বিরাট কোহলি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন।


বোর্ডের শরণাপন্ন কোহলি


ম্যাচ শেষে এই বিবাদের জেরে আইপিএলের শৃঙ্খলাভঙ্গ করায় কোহলি এবং গৌতম গম্ভীর, উভয়েরই ম্যাচ থেকে প্রাপ্ত ১০০ শতাংশ বেতন কেটে নেওয়া হয়। এই ঘটনার বিষয়ে আলোচনা, না না জল্পনা, কল্পনা অব্যাহত। রিপোর্ট অনুযায়ী বিরাট এই ঘটনাটি বিসিসিআইকে সবিস্তারে ব্যাখা করেছেন। শোনা যাচ্ছে গোটা ঘটনায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ১০০ শতাংশ ম্যাচ বেতন কাটা যাওয়ায় তিনি হতাশ। এই বিষয়েই নিজের হতাশা জাহির করে তিনি বোর্ডের সঙ্গে কথাবার্তা বলেছেন। 


প্রসঙ্গত, সর্বভারতীয় এক সংবাদসূত্র মারফৎ একটি রিপোর্ট পেশ করা হয়েছে যেখানে গম্ভীর-কোহলির মধ্যে ঠিক কী বাক্যালাপ হয়েছিল তা আন্দাজ করার চেষ্টা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী সেদিন পুরস্কর বিতরণী অনুষ্ঠানের আগে গৌতম যখন বিরাটের দিকে এগিয়ে আসে, তখন তিনি বলেন, ''কী বলতে চাও, বলো আমাকে।'' জবাবে বিরাট বলেন, ''আমি তো আপনাকে কিছুই বলিনি। আপনি কেন মাঝখানে আসছেন।' সেই কথার উত্তরে পাল্টা গম্ভীর বলেন, ''তুমি যদি আমার প্লেয়ারদের কিছু বলে থাকো, তার মানে আমার পরিবারকে কিছু বলছ। কথা শোনাচ্ছো।'' এরপর বিরাট ফের বলেন, ''তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সামলে রাখুন একটু।'' এরপর ২ জনে পেছন ফিরে চলে যাওয়ার আগে শেষবার গম্ভীর বলেন, ''এখন তোমার থেকে আমাকে শিখতে হবে...?''


ইতিহাসের পাতা উল্টে


এই ঘটনা কিন্তু প্রথম নয়। ২০১৩ সালে প্রথমবার মাঠে কেকেআর বনাম আরসিবি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর-বিরাট। তখন কেকেআরের অধিনায়ক ছিলেন বাঁহাতি প্রাক্তন ওপেনার। অন্যদিকে বিরাট সেবারই আরসিবির অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই ম্যাচে আউট হওয়ার পরই বাকবিতণ্ডায় জড়িয়ে যান দুইজনে। এরপর থেকে বিভিন্ন সময়ে বিরাটের খারাপ ফর্ম নিয়েও প্রশ্ন তুলেছিলেন গম্ভীর। দুইজনের যে সম্পর্কের বরফ গলেনি, তা বোঝা গিয়েছিল চলতি বছর আইপিএলে আরসিবি-লখনউ প্রথম সাক্ষাতেই। সেই ম্যাচ শেষে লখনউয়ের জয়ের পর বিরাটের দিকে ইঙ্গিত করে 'চুপ' থাকার ইশারা করেছিলেন গম্ভীর। গতকাল যেন তারই পাল্টা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন বিরাট। 


আরও পড়ুন: যৎসামান্য কাপড়চোপড়, এক জোড়া জুতো, ভাবনারও অতীত রবি ঠাকুরের ছেলেবেলার এই গল্প