Poco Smartphone: পোকো এফ৫ ৫জি লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী রঙে আসছে এই মডেল? রইল ফিচার-স্পেসিফিকেশন

Poco F5 5G Series: এই স্মার্টফোন সিরিজে পোকো এফ৫ ৫জি ও পোকো এফ৫ প্রো ৫জি- দুই ফোন লঞ্চ হবে। গ্লোবাল মার্কেট এবং ভারতে একই দিনে লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজ।

Continues below advertisement

Poco Smartphone: পোকো এফ৫ ৫জি সিরিজ (Poco F5 5G Series) আগামী ৯ মে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে পোকো এফ৫ ৫জি (Poco F5 5G) এবং পোকো এফ৫ প্রো ৫জি (Poco F5 Pro 5G) - এই দুই মডেল। ভারতেও একই দিনে লঞ্চ হতে চলেছে পোকো এফ৫ ৫জি ফোন। এই ফোন পোকো এফ৪ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হবে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে পোকো এফ৫ ৫জি ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। আনুষ্ঠানিক ভাবে এই ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। 

Continues below advertisement

কী কী রঙে লঞ্চ হতে চলেছে পোকো এফ৫ ৫জি ফোন

জানা গিয়েছে, এই ফোন কার্বন ব্ল্যাক এবং স্নোস্টর্ম হোয়াইট- এই দুই শেডে লঞ্চ হতে চলেছে ভারতে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এই ফোনে থাকবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ। 

পোকো এফ৫ ৫জি ফোনে কী কী স্পেসিফিকেশন থাকতে চলেছে

  • এই ফোনে নতুন 4nm Snapdragon 7+ Gen 2 5G চিপসেট থাকবে। ডিসপ্লের উপরের বর্ডারে মাঝ বরাবর থাকতে চলেছে হোল পাঞ্চ স্লট। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর যুক্ত থাকবে। 
  • পোকো এফ৫ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটি থাকবে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যুক্ত সেনসর রতেছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এর উপরে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।
  • পোক এফ৫ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। 

Google Pixel 7a: ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৭এ (Google Pixel 7a) ফোন। আগামী ১০ মে Google I/O 2023 ইভেন্টে আত্মপ্রকাশ হতে চলেছে এই ফোনের। আর তার পরের দিন অর্থাৎ ১১ মে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে গুগলের এই নতুন স্মার্টফোন। এখনও এই ফোনের দাম সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে, গুগল পিক্সেল ৬এ ফোনের থেকে কিছুটা বেশি হতে চলেছে গুগল পিক্সেল ৭এ ফোনের দাম।

আরও পড়ুন- অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে

Continues below advertisement
Sponsored Links by Taboola