হায়দরাবাদ: একটা সময় ছিল, যখন পরপর ম্যাচ জিতে চলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। সকলে ধরেই নিয়েছিলেন যে, প্লে অফে জায়গা করে নেবে আরসিবি। কিন্তু তারপরই পদস্খলন। পরপর ম্যাচ হেরে চাপে আরসিবি।


প্লে অফের দৌড় থেকে এমনিতেই ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। শুক্রবার এইডেন মারক্রামদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ১২ ম্যাচে যাদের ১২ পয়েন্ট। আজ জিতলে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে আরসিবি। আর অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা তথা সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন কোচ টম মুডির মতে, প্লে অফের দৌড়ে থাকতে সর্বস্ব উজাড় করে দেবেন বিরাট কোহলি।


আইপিএলের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে মুডি বলেছেন, 'আরসিবি টুর্নামেন্টে শুরুটা দারুণ করেছিল। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে খেই হারায়। এবার ওদের ঘর গুছিয়ে মাঠে নামতে হবে। বাকি দুই ম্যাচে সর্বস্ব নিংড়ে দিতে হবে। ওদের দলে বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার রয়েছে। ওর দক্ষতার সর্বস্ব উজাড় করে দেবে আরসিবিকে প্লে অফের দৌড়ে রাখতে।' 


খেলা হায়দরাবাদের ঘরের মাঠে। উপ্পলে, রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। কেমন হবে ম্যাচের পিচ? আবহাওয়াই বা কেমন?


হায়দরাবাদে যথেষ্ট তাপমাত্রা। রয়েছে আর্দ্রতাও। এবারের আইপিএলে বেশিরভাগ ম্যাচেই দুশো বা তার বেসি রান হচ্ছে। তবে হায়দরাবাদে তুলনামূলকভাবে কম রান উঠছে। চলতি মরসুমে প্রথমে ব্যাট করা দল গড়ে ১৭২ রান তুলেছে এই মাঠে। ৬টি ম্যআচের মধ্যে ৪টি ম্যাচ জিতেছে প্রথমে ব্যাটিং করা দল। শুক্রবার কি বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের ব্যাটে ঝড় উঠবে?


রবিবার রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ১১২ রানে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। বিরাট ব্যবধানে জয় এক ধাক্কায় আরসিবির নেট রান রেট -০.৩৪৪ থেকে +০.১৬৬ করে দিয়েছে। এত বিরাট ব্যবধানে জয় পয়েন্ট টেবিলও ওলট পালট করে দিয়েছে। ১২ পয়েন্টে রয়েছে ৪টি দল। তার মধ্যে সবচেয়ে ভাল জায়গায় আরসিবিই। আর সেটা রান রেটের সুবাদে। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছেন ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিরা। প্রতিদ্বন্দ্বী তিন দলের চেয়ে এগিয়ে কোহলিরা। প্লে অফে যাওয়ার ভাল সুযোগ রয়েছে আরসিবির। তবে হারলেই পয়েন্ট টেবিলের ছ'নম্বরে নেমে যাবে আরসিবি। রাজস্থানেরও নীচে। সেই রাজস্থান, যাদের আগের ম্যাচে দুরমুশ করেছে আরসিবি।


ব্য়াট হাতে দুরন্ত ছন্দে আছেন আরসিবি অধিনায়ক ডুপ্লেসি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী দক্ষিণ আফ্রিকার তারকা। অরেঞ্জ ক্যাপও রয়েছে ডুপ্লেসির দখলে। আরসিবির শক্তি পাওয়ার প্লে-র বোলিংও। টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাওয়ার প্লে-র ৬ ওভারে সবচেয়ে বেশি উইকেট তুলেছেন আরসিবি বোলাররা। ৩০টি উইকেট এসেছে পাওয়ার প্লে-তেই। পাওয়ার প্লে-তে বোলিং গড়ও সবচেয়ে ভাল আরসিবি-র। প্রত্যেক ১৮.৪৬ রান অন্তর উইকেট তুলেছেন আরসিবি বোলাররা। যুগ্মভাবে পাওয়ার প্লে-তে সবচেয়ে ভাল ইকনমি রেটও আরসিবির। ৭.৪১। বল হাতে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ।


আরও পড়ুন: সরু সুতোয় ঝুলছে ভাগ্য, তবু প্লে অফে চলে যেতে পারে কেকেআর, কীভাবে?


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি