(Source: ECI/ABP News/ABP Majha)
LSG Final Squad 2022: নিলামে যে খেলোয়াড়দের দলে নিল লখনউ সুপারজায়েন্টস, দেখুন এক ঝলকে
Lucknow Super Giants Full Squad:টিম ম্যানেজমেন্ট বহু ভেবেচিন্তে কয়েকজন তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের দলে সামিল করেছে। লখনউ সুপার জায়েন্টস এখনও পর্যন্ত ২১ জন ক্রিকেটারকে দলে নিয়েছে।
IPL Auction 2022 Highlights: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ তম সিজনের মেগা নিলাম অনুষ্ঠিত হয়ে গেল। সব কটি ফ্র্যাঞ্চাইজিই তাদের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল। কয়েকশো খেলোয়াড়দের নিয়ে এই নিলাম হল। বেঙ্গালুরুতে হওয়া এই নিলামে অংশগ্রহণ করেছিল অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের মতো লখনউ সুপার জায়েন্টস (LSG)। এবারই লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) প্রথমবার আইপিএলে খেলতে নামবে। তাই নিলামে (IPL Auction 2022) এই দলের ওপর সবার নজর ছিল। টিম ম্যানেজমেন্ট বহু ভেবেচিন্তে কয়েকজন তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের দলে সামিল করেছে। লখনউ সুপার জায়েন্টস এখনও পর্যন্ত ২১ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। ৫৯ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নিয়েছিল লখনউ সুপার জায়েন্টস। প্রথম দিনের নিলামে টিম ম্যানেজমেন্ট ৫২.১০ কোটি টাকা খরচ করেছিল। নিলামের দ্বিতীয় বাকি অর্থ খেলোয়াড়দের দলে নিতে কাজে লাগায় তারা। এখন দেখে নেওয়া যাক, লখনউ সুপার জায়েন্টস কোন কোন খেলোয়াড়ের জন্য কত টাকা খরচ করল।
কোন খেলোয়াড়দের জন্য ঝাঁপিয়েছিল লখনউ সুপার জায়েন্টস
ময়ঙ্ক যাদব- ২০ লক্ষ টাকা
ইভিন লুইস- ২ কোটি টাকা
আবেশ খান- ১০ কোটি টাকা
জেসন হোল্ডার-৮.৭৫ কোটি টাকা
ক্রুণাল পান্ড্য- ৮.২৫ কোটি টাকা
মার্ক উড-৭.৫০ কোটি টাকা
কুইন্টন ডি কক-৬.৭৫ কোটি টাকা
মণীষ পান্ডে- ৪.৬০ কোটি টাকা
দীপক হুদা- ৫.৭৫ কোটি টাকা
করণ শর্মা- ২০ লক্ষ টাকা
কাইল মেয়ার্স- ২০ লক্ষ টাকা
আয়ুষ বাদোনি- ২০ লক্ষ টাকা
মোহসিন খান- ২০ লক্ষ টাকা
মনন বোহরা- ২০ লক্ষ টাকা
শাহবাজ নাদিম- ৫০ লক্ষ টাকা
দুষ্মন্ত চামিরা- ২ কোটি টাকা
কৃষ্ণাপ্পা গৌতম- ৯০ লক্ষ টাকা
অঙ্কিত রাজপুত- ৫০ লক্ষ টাকা
যে ক্রিকেটারদের লখনউ সুপার জায়েন্টস ড্রাফ্ট করেছিল-
কেএল রাহুল (১৭ কোটি টাকা), মার্কাস স্টোয়নিস (৯.২০ কোটি টাকা), রবি বিষ্ণোই ( ৪ কোটি টাকা)। এবারও প্রথম আইপিএলে খেলবে লখনউ সুপার জায়েন্টস। দল গুছিয়ে নেমে আইপিএলে কীভাবে বাকি দলগুলির সঙ্গে এই লখনউ সুপার জায়েন্টস টক্কর দেবে সেটাই এখন দেখার।