নয়াদিল্লি: রবিবাসরীয় সন্ধেতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের (IPL 2024) প্লে-অফের দৌড়ে একধাপ এগিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ঘটনাক্রমে এ মরশুমে এটাই ছিল ঘরের মাঠে হলুদ ব্রিগেডে শেষ ম্যাচ। অনেকে আবার এটিকে চিপকের মাঠে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) শেষ ম্যাচ বলেও দাবি করছেন। রাজস্থান-সিএসকে ম্যাচ শেষে আম্বাতি রায়াডুর (Ambati Rayudu) দাবি ধোনি চেন্নাইতে এতটাই জনপ্রিয় যে সেখানকার জনগণ তাঁর নামে মন্দির পর্যন্ত তৈরি করতে পারে।


স্টার স্পোর্টসকে ধোনির প্রাক্তন সতীর্থ তথা প্রাক্তন সিএসকে তারকা আম্বাতি রায়াডু বলেন, 'ওঁ চেন্নাইয়ের ভগবান এবং আমি নিশ্চত আসন্ন দিনে ওঁর নামে চেন্নাইতে মন্দির তৈরি হবেই। ওঁ দুই বিশ্বকাপ জিতিয়ে দেশবাসীকে অনেক আনন্দ দিয়েছেন এবং একাধিক আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছেন। নিজের দলের খেলোয়াড়দের ওপর সবসময় আস্থা রাখে ওঁ। সিএসকে হোক বা দেশ, সবসময় যে দলেই খেলেছেন, সেই দলকেই সাফল্য এনে দিয়েছেন। ওঁ নিঃসন্দেহে একজন কিংবদন্তি, যাকে সবাই ভালবাসে, সকলে সম্মান করে। ওঁরা হয়তো মনে করছেন এটাই এই মাঠে ওঁর শেষ ম্যাচ।'


ধোনির নামে মন্দির তৈরির পরামর্শ কিন্তু একেবারে অযৌক্তিক কিছু নয়। এর আগে রজনীকান্ত এবং কুশবুর মতো জনপ্রিয় তারকাদের মন্দির তৈরি করেছেন তাঁদের অনুরাগীরা। সেই থেকেই রায়াডু সম্ভবত ধোনির নামে মন্দির তৈরির করার পরামর্শ দেন। এদিন ম্যাচ শেষে ধোনিসহ গোটা সিএসকে দলকে মাঠে উপস্থিত সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। দর্শকদের উদ্দেশে ধোনিকে ব়্যাকেট দিয়ে বলও ছুড়তে দেখা যায়। সিএসকে প্রাক্তনী সুরেশ রায়নাও বাকিদের সঙ্গে ক্ষণিকের জন্য এই 'ল্যাপ অফ অনার'-এ যোগ দেন। ধোনি রায়নাকে জড়িয়ে ধরে তাঁকেও বল ছোড়ার জন্য অনুরোধ করেন।


ধোনি গত মরশুমে হাঁটুর চোট নিয়েই খেলেছিলেন। এ মরশুমেও একাধিক চোট সমস্য়া নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন মাহি। তাই অনেকেই মনে করছেন এটাই সিএসকের হয়ে মাহির শেষ মরশুম। তবে ধোনির বিষয়ে কিন্তু নিশ্চিত হয়ে কিছুই বলা যায় না। উপরন্তু, এবারের আইপিএল ফাইনাল চিপকেই আয়োজিত হবে। হলুদ ব্রিগেড ফাইনালে উঠলে কিন্তু ধোনিকে আরও একবার এ মরশুমেই চিপকে খেলতে দেখা যেতে পারে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়়ুন: হাঁফ ছেড়ে বাঁচলাম! দিল্লিকে হারিয়ে আরসিবির প্লে-অফ স্বপ্ন রইল বজায়, উচ্ছ্বাসে ভাসলেন অনুষ্কা