আমদাবাদ: আইপিএলের এলিমিনেটরে (IPL 2024 Eliminator) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোনও ব্যাটারই বড় রান করতে পারল না। নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭২ রান তুলল আরসিবি। তিনি উইকেট নিলেন আবেশ খান (Avesh Khan), দুই উইকেট পেলেন আর অশ্বিন (R Ashwin)।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। আরসিবি ইনিংসের শুরুটা মন্দ করেনি। ফাফ ডু প্লেসি এবং বিরাট কোহলি (Virat Kohli) ওপেনিংয়ে ৩৭ রান যোগ করে ফেলেছিলেন। তবে পঞ্চম ওভারে বোল্টের বিরুদ্ধে পুল মারতে গিয়েই স্কোয়ার লেগে ধরা দিলেন ফাফ ডু প্লেসি। চোখধাঁধানো এক ক্যাচ ধরেন রোভম্যান পাওয়েল। ওয়েস্ট ইন্ডিয়ান তারকা সামনের দিকে ডাইভ মেরে ধরা এই ক্যাচ কিন্তু মরশুমের সেরা হওয়ার দাবি রাখে। ১৭ রানে ফিরতে হয় আরসিবি অধিনায়ককে। ঠিক পরের ওভারেই সন্দীপ শর্মার বিরুদ্ধে ফ্লিকে চার মেরে ইতিহাস গড়েন কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে আট হাজার আইপিএল রানের গণ্ডি পার করেন তিনি।
তবে কোহলির ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। নিজের প্রাক্তন আইপিএল সতীর্থ যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখানোর তালে ছিলেন তিনি। সেই লক্ষ্যেই বড় শটও মারেন। তবে দুর্ভাগ্যবশত। ৩২ রানে কোলার-ক্যাডমোরের হাতে ধরা দেন কোহলি। ৫৬ রানে দুই উইকেট হারানোর পর আরসিবি ইনিংসের হাল ধরেন ক্যামেরন গ্রিন ও রজত পাতিদার। দুইজনে ৪১ রানের পার্টনারশিপও গড়েন। দুরন্ত ছন্দে দেখাচ্ছিল গ্রিনকে। কিন্তু আর অশ্বিন বল হাতে তুলে নিয়েই রাজস্থানকে ম্যাচে ফেরান।
তাঁর গত ওভারেই ক্যাচ মিস করেছিলেন জুরেল। তবে দ্বিতীয়বার সেই ভুল করলেন না। প্রথম বলেই গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরালেন অশ্বিন। ঠিক তার আগের বলেই ছন্দে থাকা ক্যামেরন গ্রিনও বড় শট মারতে গিয়ে ২৭ রানে আউট হন। এই জোড়া উইকেটের দৌলতে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিল রাজস্থান রয়্যালস। ছন্দে থাকা রজত পাতিদারও ঠিক তার পরপরই ৩৪ রানে আউট হন। ১২২ রানেই আরসিবির আধা দল সাজঘরে ফিরে যায়।
এই পরিস্থিতিতে দলের হয়ে শেষটা ভালভাবে করার দায়িত্ব এসে পড়ে দীনেশ কার্তিক এবং মাহিপাল লোমরোর কাঁধে। দুইজনে মিলে ৩২ রান যোগ করেন। তবে লোমরোর এবং কার্তিক, উভয়কেই পরপর বলে সাজঘরে ফেরান আবেশ খান। কার্তিক ১৩ বলে ১১ রান করেন। একদমই ছন্দে দেখায়নি তাঁকে। লোমরোর অবশ্য ৩২ রানের ইনিংস খেলেন। শেষমেশ ১৭২ রানের বেশি আর তুলতে পারেনি আরসিবি। এই পিচে যেখানে শিশির পড়ছে, সেখানে এই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হবে কি না, সেটাই দেখার।
আরসিবি বনাম রাজস্থান রয়্যালসের এলিমিনেটরের সমস্ত আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সামনে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ, রোভম্যান পাওয়েলের দুরন্ত ফিল্ডিংয়ে মুগ্ধ নেটপাড়া