জয়পুর: আইপিএলে যোগ দিতে চলেছেন আমির খান? কানাঘুষো শোনা যাচ্ছে যে বলিউডের তারকা অভিনেতা রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) শিবিরে যোগ দিতে চলেছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে নামার আগে রাজস্থান শিবিরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমির। এছাড়াও রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার ব্যাপারে নিজের ইচ্ছেপ্রকাশ করে ছবিও পোস্ট করেন আমির। 


কিছুদিন আগেই স্টার স্পোর্টসের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে আমিরকে ব্যাট করতে দেখা গিয়েছিল। কিন্তু সেই ভিডিও দেখে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী আমিরকে তাঁর ফুটওয়ার্ক একটু ঠিক করার পরামর্শ দিয়েছিলেন। 


পরে আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন আমির। সেখানে আমির বলেছিলেন যে এই মরসুমে তিনি রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে নামতেন। কিন্তু জস বাটলার ও যুজবেন্দ্র চাহাল এই মরসুমে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে থাকায় তিনি আর খেলেননি। তবে আগামী মরসুম থেকেই রাজস্থান রয়্যালসের প্লেয়ারদের সঙ্গে নেটে অনুশীলনে নেমে পড়বেন তিনি। 


আসলে পুরোটাই মজার ছলে করা। সামনে মুক্তি পেতে চলেছে আমির খানের ছবি লাল সিংহ চাড্ডা। ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। মনে করা হচ্ছে সেই ছবির প্রমোশনেই আইপিএলের টক শোয়ের স্টুডিওতে গিয়েছিলেন আমির। তবে অনুরাগীরাও বেশ উপভোগ করছেন আমিরের ও রাজস্থান রয়্যালসের মধ্যেকার এই সোশ্য়াল মিডিয়ায় কথপোকথন যা চলছে।


আরও পড়ুন: বিরাট-ঝড়ের পূর্বাভাস, নেটে স্পিনারকে স্টেপ আউট করে ছক্কাও মারলেন কোহলি