চেন্নাই: এমনিই দলের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নাগাড়ে পাঁচ ম্যাচ হারের ধাক্কা, তার ওপর আবার তারকা ক্রিকেটারের চোট। বুধবার, ১ মের রাতটা হলুদ ব্রিগেডের জন্য একেবারেই সুখকর হল না। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (CSK vs PBKS) বোলিং ইনিংসের প্রথম ওভারেই বল করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন দীপক চাহার (Deepak Chahar)। ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিংয়ের (Stephen Fleming) কথায় ফাস্ট বোলারকে নিয়ে উদ্বেগ বাড়লই বটে।
সিএসকের বোলিং ইনিংসের প্রথম ওভারে মাত্র দুই বল করার পর তৃতীয় বল করতে গিয়েই আহত হন দীপক। অধিনায়ক রুতুরাজের সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন তিনি। আর মাঠে ফেরেননি তিনি। চাহারের চোট ঠিক কতটা গুরুতর? ফ্লেমিং কিন্তু খুব একটা আশার খবর দিচ্ছেন না। তিনি বলেন, 'দীপক চাহারকে দেখে ওর পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। প্রাথমিকভাবেই চোটটা দেখে খুব একটা ভাল লাগছিল না। আমরা ইতিবাচক রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ডাক্তার এবং ফিজিওরা ওর অবস্থা খতিয়ে দেখছে।'
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরেক সিএসকে ফাস্ট বোলার তুষার দেশপাণ্ডেও এই ম্যাচে খেলেননি। তিনি ফ্লুয়ে আক্রান্ত বলেই জানান ফ্লেমিং। 'তুষার দেশপাণ্ডে ফ্লুয়ে আক্রান্ত হয়েছে, যে কারণে আমাদের দলে কিছু বদল করা হয়েছিল। এইসব খানিকটা অদ্ভুত বটে, তবে সবটাই খেলার অঙ্গ। তবে আমাদের বিকল্প রয়েছে। এটাই যে ওরা এখনও দলে নিজেদের ভূমিকা সম্পর্কে ভালভাবে অবগত নন। আমাদের পরিকল্পনার সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি। তাই একটু অসুবিধা হচ্ছে।'
বুধবার সিএসকের ঘরের মাঠে কার্যত হেসেখেলে জয় পেল পাঞ্জাব কিংস। ১৬৩ রান তাড়া করতে নেমে রাইলি রুসো ও জনি বেয়ারস্টোর ব্যাটে ভর করে সহজ জয় পেল পাঞ্জাব কিংস। ১৩ বল বাকি থাকতে সাত উইকেটে জয় পেলেন বেয়ারস্টোরা।
চেন্নাইয়ের প্রথম ইনিংসে রুতুরাজদের ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে বেশ বেগ পেতে হচ্ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাবে ব্যাটিং খানিকটা সহজ হয়। সেটা বেয়ারস্টো-রুসোর স্ট্রোক খেলার বহর দেখেই বোঝা যাচ্ছিল। প্রভসিমরণ সিংহ ১৩ রানে শুরুতেই আউট হয়ে যান। ১৯ রানেই পাঞ্জাবের ওপেনিং পার্টনারশিপ ভাঙে। তবে বেয়ারস্টো এবং রুসো দুরন্ত ৬৪ রানের পার্টনারশিপ গড়েন। পরে স্যাম কারান ও শশাঙ্ক সিংহ অপরাজিত ৫০ রানের পার্টনারশিপে দলের জয় সুনিশ্চিত করে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পাঞ্জাবের বিরুদ্ধে দল হারলেও, ইতিহাস গড়ে কোহলির থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন রুতুরাজ