CSK vs SRH IPL 2022 LIVE: দাপুটে জয় হায়দরাবাদের, ৮ উইকেটে চেন্নাইকে হারাল সানরাইজার্স ব্রিগেড

IPL 2022, CSK vs SRH Live Updates: আজ আইপিএল-এ ১০ নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে লড়াই ৮ নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসের। দু’টি দলই প্রথম জয়ের খোঁজে।

abp ananda Last Updated: 09 Apr 2022 07:05 PM
CSK vs SRH Live: দাপুটে জয় হায়দরাবাদের

১৪ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল হায়দরাবাদ। ৮ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারাল তারা।

CSK vs SRH Live Updates : ৭৫ রানের ইনিংস অভিষেকের

৭৫ রানের ঝকঝকে ইনিংস খেললেন অভিষেক শর্মা। ৫০ বলে ৫ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে ৭৫ রান করে কার্যত হায়দরাবাদের জয়ের রাস্তা গড়ে দেন তরুণ এই ব্যাটার। ১৭.১ ওভারে ২ উইকেটে ১৪৫ রান হায়দরাবাদের। জিততে প্রয়োজন আর ১০ রান।

CSK vs SRH Live: ১০০ রানের গণ্ডি টপকাল হায়দরাবাদ

১০০ রানের গণ্ডি টপকে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ১৪ ওভারের শেষে কেন উইলিয়ামসনের (৩২) উইকেট খুইয়ে ১০৮ রান হায়দরাবাদের।

CSK vs SRH Live Updates : অভিষেক শর্মার অর্ধশতরান

ঝকঝকে অর্ধশতরান হাঁকালেন অভিষেক শর্মা। ৫৬ রানে ব্যাট করছেন তিনি। সঙ্গে রয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি অপরাজিত  ৩২ রানে। ১২ ওভারের শেষে বিনা উইকেটে ৮৯ রান সানরাইজার্স হায়দরাবাদের।

CSK vs SRH Live: ১০ ওভারে বিনা উইকেটে ৬৯ রান হায়দরাবাদের

১০ ওভারে বিনা উইকেটে ৬৯ রান সানরাইজার্স হায়দরাবাদের

CSK vs SRH Live Updates : ৬ ওভারে বিনা উইকেটে ৩৭ রান হায়দরাবাদের

৬ ওভারে বিনা উইকেটে ৩৭ রান সানরাইজার্স হায়দরাবাদের

CSK vs SRH Live: ৪ ওভারে বিনা উইকেটে ২৩ রান হায়দরাবাদের

ভাল শুরু চেন্নাইয়ের বোলারদের, ৪ ওভারে বিনা উইকেটে ২৩ রান হায়দরাবাদের

CSK vs SRH Live Updates : নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান তুলল চেন্নাই

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান তুলল চেন্নাই সুপার কিংস

CSK vs SRH Live: ১৬ ওভারের শেষে ৫ উইকেটে ১১৩ রান সিএসকের

১৬ ওভারের শেষে ৫ উইকেটে ১১৩ রান সিএসকের। মইন আলি (৪৮), আম্বাতি রায়াডু (২৭) ও শিবম মাভি (৩) ফিরে গিয়েছেন সাজঘরে।

CSK vs SRH Live Updates : ১০০ রানের গণ্ডি টপকাল চেন্নাই

১০০ রানের গণ্ডি টপকে গেল চেন্নাই সুপার কিংস। ১৪ ওভারের শেষে সিএসকে-র স্কোর ২ উইকেটে ১০০ রান।

CSK vs SRH Live: ১৩ ওভারের শেষে ২ উইকেটে ৯৭ রান সিএসকের

১৩ ওভারের শেষে ২ উইকেটে ৯৭ রান চেন্নাই সুপার কিংসের।

CSK vs SRH Live Updates : ৯ ওভারের শেষে ২ উইকেটে ৬৩ রান সিএসকের

৯ ওভারের শেষে ২ উইকেটে ৬৩ রান সিএসকের

CSK vs SRH Live: চেন্নাইয়ের দুই ওপেনারই ফিরলেন সাজঘরে

সাজঘরে ফিরলেন সিএসকে-র দুই ওপেনারই। টি নটরাজনের শিকার রুতুরাজ গায়কোয়াড় (১৬)। ৭ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৪৫ রান।

CSK vs SRH Live Updates : ঝোড়ো শুরু চেন্নাইয়ের

চেন্নাই সুপার কিংসের ঝোড়ো শুরু। ৪ ওভারের শেষে রবীন উথাপ্পার (১৫) উইকেট খুইয়ে ৩২ রান সিএসকের।

CSK vs SRH Live: প্রথম জয়ের খোঁজে চেন্নাই-হায়দরাবাদ

চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত জয় পায়নি। আজ দু’দলই প্রথম জয়ের খোঁজে।

প্রেক্ষাপট

মুম্বই: আজ আইপিএল-এ (IPL 2022) দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সামনে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। ফলে প্রথমে ব্যাটিং করছে সিএসকে।


সিএসকে-র প্রথম একাদশ


চেন্নাইয়ের প্রথম একাদশে আছেন রবিন উথাপ্পা, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, অম্বাতি রায়াডু, রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), শিবম দুবে, মহেন্দ্র সিংহ ধোনি, ডোয়েন ব্র্য়াভো, ক্রিস জর্ডান, মহেশ থিকসানা, মুকেশ চৌধুরী। 


হায়দরাবাদের প্রথম একাদশ


হায়দরাবাদের প্রথম একাদশে আছেন অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, শশাঙ্ক সিংহ, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জ্যানসন, উমরান মালিক ও টি নটরাজন।


সিএসকে-র ব্যাটিং ব্যর্থতা


সিএসকে টানা তিন ম্যাচ হারায় প্রবল চাপে অধিনায়ক জাডেজা। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা তাঁকে ভাবাচ্ছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ১৮০ রান তাড়া করতে নেমে মাত্র ১২৬ রান তুলতে সক্ষম হয়। অভিজ্ঞ ব্যাটসম্যান রবিন উথাপ্পা একটি ম্যাচে অর্ধশতরান করতে সক্ষম হলেও, মইন আলি, অম্বাতি রায়াডুরা এখনও বড় রান পাননি বা দলকে ভরসা দিতে পারেননি। জাডেজা নিজেও উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি। দলকে জেতাতে হলে তাঁর পারফরম্যান্সের উন্নতিও দরকার।


জোড়া হার হায়দরাবাদের


অন্যদিকে, পরপর দুই ম্যাচ হেরে হায়দরাবাদও বেশ চাপে। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একটা সময় ভাল জায়গায় ছিলেন কেন উইলিয়ামসনরা। কিন্তু তাঁরা পরপর উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করেন। ভুবনেশ্বর কুমার, টি নটরাজনের মতো ভালমানের বোলার থাকলেও, সিএসকে-র মতোই হায়দরাবাদকেও ভোগাচ্ছে ব্যাটিং ব্যর্থতা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.