কলকাতা: বিশ্ব ক্রিকেটে ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতা টের পাওয়া গেল। পাকিস্তান-সহ কয়েকটি ক্রিকেট খেলিয়ে দেশের আপত্তি উড়িয়ে আইপিএলের জন্য আড়াই মাস সময়সীমা বরাদ্দ করার পথে হাঁটে চলেছে আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি মেনে সেই সময় আর কোনও বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন না করার কথা চিন্তাভাবনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
সূত্রের খবর, আইপিএলের জন্য উইন্ডো দেওয়া হয়েছে প্রতি বছর মার্চের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত। অর্থাৎ আড়াই মাস। এমনিতেই ২০২২ সাল থেকে দশ দলের আইপিএল হয়ে যাওয়ায় বেড়েছে ম্যাচের সংখ্যা। আইপিএলের সম্প্রচার সত্ত্বও বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণ অর্থে। যেখানে প্রথমবারের জন্য টিভি সম্প্রচার সত্ত্বের মূল্যকেও ছাপিয়ে গিয়েছে ডিজিটাল সম্প্রচার সত্ত্বের দাম।
২০২৩ এবং ২০২৪ সালে ৭৪টি করে ম্যাচ খেলা হবে আইপিএলে। তবে তারপর প্রত্যেক মরসুমে ম্যাচের সংখ্যা ৮৪টি হতে পারে বলেও খবর। সূত্রের খবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ২০২৩-২৫ সালে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা সফর করবে। যেখানে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং বাংলাদেশ ঘরের মাঠে সিরিজ খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৫-২৭ সালে ভারত নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সফর করবে। একই সঙ্গে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে।
পাকিস্তান সুপার লিগের ক্ষেত্রে পিসিবিকে একটি ছাড় দেওয়ার কথা ভাবছে আইসিসি। জানা গিয়েছে, ২০২৩, ২০২৪ এবং ২০২৬ সালে পিএসএল চলাকালীন পাকিস্তানকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে না। তবে ২০২৪-২৫ মরসুমে পিএসএল চলাকালীন ঘরের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে হতে পারে বাবর আজমদের। এরপর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজও খেলতে হতে পারে পাকিস্তানকে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকও পাকিস্তান।
আরও পড়ুন: কাইফের ব্যাটে ইতিহাস, স্নায়ুর চাপ কাটাতে সিনেমা দেখতে চলে গিয়েছিলেন উদ্বিগ্ন বাবা-মা