MS Dhoni: পাথিরানাকে নেটে হেলিকপ্টার শটে হাঁকালেন ছক্কা, আওয়াজ উঠল 'মাহি মার রাহা হ্যাঁয়..'
IPL 2025 CSK: ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই নিয়ে পঞ্চমবার মাঠে নামছেন ধোনি। শুধু আইপিএলেই খেলেন তিনি।

চেন্নাই: সারা বছর ক্রিকেটের থেকে শতহাত দূরে থাকেন তিনি। আইপিএলের ঠিক আগেই মাঠে ফেরেন। আর তিনি ফেরা মানেই খবরের শিরোনাম জুড়ে শুধুই তিনি। ৪৩ পেরিয়েও এখনও যে তিনি ফুরিয়ে যাননি, তা নতুন মরশুমর শুরুর আগে ফের বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ট্রেডমার্ক হেলিকপ্টার শটে হৃদয় জিতে নিলেন মাহি। চেন্নাইয়ের নেট সেশনে সেই ছক্কা হাঁকালেন দলেরই সবচেয়ে বড় তারকা পেসার মাথিসা পাথিরানাকে। যেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায়ও ভাইরাল হয়েছে বিপুলভাবে।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই নিয়ে পঞ্চমবার মাঠে নামছেন ধোনি। শুধু আইপিএলেই খেলেন তিনি। রোহিতরা যখন চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে ব্যস্ত ছিলেন, তখন থেকেই সিএসকের ক্যাম্পে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ধোনি। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, আরও একবার হলুদ জার্সিতে ট্রফি জিতেই আইপিএলকে বিদায় জানাতে চাইছেন মাহি। তাই নিজের প্রস্তুতির সঙ্গেও কোনও আপোস করছেন না। সিএসকের প্রস্তুতির ভিডিও ক্লিপে দেখ যায় পাথিরানার একটি নিঁখুত ইয়র্কারে হেলিকপ্টার শটে ছক্কা হাঁকালেন ধোনি।
গত আইপিএলেও যখনই তিনি মাঠে নেমেছেন, তাঁর ব্যাটে ছক্কা দেখার আশায় বুঁদ হয়েছিলেন মাহিপ্রেমীরা। যদিও গত আইপিএলে একটু নীচের দিকেই নামছিলেন তিনি। কিন্তু অনেক ম্য়াচেই তাঁর ব্যাট থেকে চার-ছক্কার ফুলঝুরি দেখতে পাওয়া গিয়েছে। এবারও কি সেই ছবি দেখতে পাওয়া যাবে?
আগামী ২৩ মার্চ থেকে চেন্নাই সুপার কিংস তাঁদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে। প্রথম ম্য়াচেই তাঁদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্য়াচ ধোনি কত নম্বরে নামবেন ব্য়াট করতে জানা নেই, কিন্তু হরভজন সিংহ ধোনির ফিটনেস দেখে অবাক হয়ে গিয়েছেন। ৪৩-র ধোনি কীভাবে নিজেকে ফিট রাখেন। বিশেষত তিনি যেখানে আইপিএল বাদে আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেন না। ঠিক এই প্রশ্নটাই ধোনির প্রাক্তন সতীর্থ হরভজন সিংহের মাথায় ঘোরাফেরা করছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে ধোনির সঙ্গে সাক্ষাতের পর তাঁর ফিটনেস দেখে চমকে যান হরভজন সিংহ। নিজেকে সামলাতে না পেরে হরভজন মাহিকে তাঁর প্রস্তুতি নিয়ে প্রশ্ন করে ফেলেন।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হরভজন জানান, 'সম্প্রতি আমাদের এক বন্ধুর মেয়ের বিয়েতে ওর সঙ্গে দেখা হয়েছিল। ওকে দারুণ ফিট দেখাচ্ছিল। তাই ওকে আমি কৌতূহলের বসে জিজ্ঞেস করেই ফেলি যে এই বিয়সে নিজেকে ফিট রাখতে কী করছ? জবাবে ও বলে যে বিষয়টা কঠিন হলেও, এটা ওর পছন্দ। একমাত্র এতেই ও আনন্দ খুঁজে পায়। আমি মাঠে নামতে চাই, খেলতে চাই। এই খিদেটা যতক্ষণ থাকবে ততক্ষণ খেলা চালিয়ে যেতে অসুবিধা নেই। গোটা বছর ক্রিকেট না খেলে এমনটা করা কিন্তু খুব কষ্টকর। তবে ও দেখিয়ে দিচ্ছে যে কীভাবে সেটা করা সম্ভব। বাকিদের থেকে কিছু তো ভিন্ন করছেই। শুধুমাত্র যে খেলছে, তেমনটা নয়, ও কিন্তকু রীতিমতো বাকি বোলারদের শাসন করছে।'




















