চেন্নাই: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল বোলারদের মধ্যে একজন। ২০১২ ও ২০১৪, যে দুবার কলকাতা নাোইট রাইডার্স খেতাব জিতেছে, দুবারই বল হাতে বিস্ফোরণ ঘটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার। গোটা বিশ্ব তাঁকে বিস্ময় স্পিনার তকমা দিয়েছে। অথচ চলতি আইপিএলে তাঁকে এখনও পর্যন্ত দেখা যায়নি। কেকেআর সমর্থকেরা তো ভুলতে বসেছেন যে, তাঁদের দলে সুনীল নারাইন নামের কেউ রয়েছেন!
কিন্তু কেন খেলছেন না নারাইন? ক্যারিবিয়ান বিস্ময় স্পিনারকে কবে ফের কেকেআরের জার্সিতে দেখা যাবে? তাঁর অনুপস্থিতির কারণই বা কী? গত আইপিএলে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে ফের প্রশ্ন উঠেছিল। তাহলে কি সেই কারণেই নাইটরা খেলাচ্ছে না তাঁকে? কিন্তু তা হলে তো নিলামের আগে তাঁকে ছেড়েই দেওয়া হতো। কেনই বা তাঁকে আঁকড়ে থাকা হল?
যাবতীয় প্রশ্নের জবাব দিলেন কেকেআরের কোচ তথা নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। তিনি বলছেন, 'সুনীল নারাইনের চোট রয়েছে। ও একশো শতাংশ ম্যাচ ফিট নয়। তবে ও নিশ্চিতভাবেই আমাদের নকশার মধ্যে রয়েছে। আরসিবি ম্যাচেই ওর খেলার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আমরা শাকিব আল হাসানকে খেলাই। কারণ ব্যাটিংয়ে একটু হলেও এগিয়ে শাকিব।' সেই সঙ্গে পরের ম্যাচে নারাইনকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন কেকেআর কোচ। ম্যাকালাম বলেছেন, 'তিনটে ম্যাচের পর প্রত্যাশিত ফল পাইনি আমরা। মুম্বইয়ের পিচ অন্যরকম হবে। দলে নতুন ক্রিকেটারদের দেখতে পাওয়া যাবে।'
গত মরসুমে নারাইন কেকেআরের জার্সিতে মাত্র ১০টি ম্যাচ খেলেছিলেন। ব্যাট হাতে করেছিলেন ১২১ রান। পাশাপাশি নিয়েছিলেন ৫টি উইকেট। যদিও বল হাতে সেভাবে নজর কাড়তে না পারলেও তাঁর ইকনমি রেট ছিল ৭.৯৪। অর্থাৎ, ওভার প্রতি আট রানেরও কম খরচ করেছিলেন তিনি। তাঁকে উপরের দিকে ব্যাট করতে পাঠিয়ে ফাটকা খেলেছিল কেকেআর। তবে সেই সিদ্ধান্ত গতবার মোটেই খাটেনি। প্রতিটা ম্যাচেই নারাইন ব্যর্থ হয়েছিলেন। এবার কবে ফের তাঁকে দেখা যায়, অপেক্ষা করছেন নাইট ভক্তরা।
সাফল্যের গ্যারান্টি নেই, ফিটনেসের আছে, ম্যাচ জিতে বললেন ধোনি