KKR vs RCB LIVE: নাইটদের স্বপ্নভঙ্গ, জয়ের হ্যাটট্রিক আরসিবির

IPL 2021 LIVE Updates, Kolkata Knight Riders and Royal Challenegers Bangalore match: আইপিএলের প্রথম সপ্তাহে একমাত্র অপরাজিত দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরপর দু ম্যাচে জিতেছেন বিরাট কোহলিরা। রবিবার শাহরুখ খান-জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্সের সামনে কোহলিরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Apr 2021 03:22 PM
KKR vs RCB LIVE Score: কেকেআরকে ৩৮ রানে হারাল আরসিবি

২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর তুলল ১৬৬/৮। ৩৮ রানে ম্য়াচ জিতল আরসিবি।

KKR vs RCB LIVE Score: সিরাজের ওভারে ১ রান

মহম্মদ সিরাজ ১৯তম ওভারে বল করতে এসে দিলেন মাত্র ১ রান। হারের মুখে কেকেআর। এক ওভারে চাই ৪৩ রান।

KKR vs RCB LIVE Score: আউট কামিন্স, চাপে কেকেআর

২ বলে ৬ রান করে জেমিসনের বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন প্যাট কামিন্স।

KKR vs RCB LIVE Score: নেমেই ছক্কা কামিন্সের

শাকিব আউট হওয়ার পর ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা প্যাট কামিন্সের। ১৩ বলে কেকেআরের চাই ৪৪ রান।

KKR vs RCB LIVE Score: বোল্ড শাকিব, ম্যাচ জিতবে কেকেআর?

২৫ বলে ২৬ রান করে আউট হলেন শাকিব আল হাসান। কাইল জেমিসনের বলে বোল্ড হলেন তিনি। 

KKR vs RCB LIVE Score: চাহালের ওভারে উঠল ২০ রান

যুজবেন্দ্র চাহালের এক ওভারে ২০ রান উঠল। তিনটি চার ও একটি ছক্কা মারলেন আন্দ্রে রাসেল। ১৭ ওভারে কেকেআর ১৪৬/৫।

KKR vs RCB LIVE Score: ১৫ ওভারের শেষে কেকেআর ১২১/৫

১৫ ওভারের শেষে কেকেআর ১২১/৫। ম্যাচ জিততে ৩০ বলে ৮৪ রান চাই নাইটদের।

KKR vs RCB LIVE Score: আউট নাইট-নেতা, আরও চাপে দল

২৩ বলে ২৯ রান করে হর্ষল পটেলের বলে আউট হলেন অইন মর্গ্যান। ১৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ১১৫/৫।

KKR vs RCB LIVE Score: ১২ ওভারের শেষে কেকেআর ৯৮/৪

১২ ওভারের শেষে কেকেআর ৪ উইকেটে ৯৮ রান তুলল। ক্রিজে মর্গ্যান (১৭ বলে ২১) ও শাকিব আল হাসান (১০ বলে ৮)।

KKR vs RCB LIVE Score: আউট কার্তিক, কোণঠাসা কেকেআর

যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন দীনেশ কার্তিক। ৯ ওভারের শেষে কেকেআরের স্কোর ৭৫/৪।

KKR vs RCB LIVE Score: ৮ ওভারে কেকেআরের স্কোর ৭৩/৩

আরসিবির বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৮ ওভারের শেষে কেকেআরের স্কোর ৭৩/৩।

KKR vs RCB LIVE Score: আউট রানা, আরও চাপে কেকেআর

যুজবেন্দ্র চাহালের বলে ফিরলেন নীতিশ রানা। ১১ বলে ১৮ রান করলেন তিনি। তিন উইকেট হারিয়ে আরও চাপে কেকেআর।

KKR vs RCB LIVE Score: ৬ ওভারের শেষে কেকেআর ৫৭/২

পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ২ উইকেটে ৫৭ রান। রাহুল ত্রিপাঠি ২০ বলে ২৫ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।

KKR vs RCB LIVE Score: ৪ ওভারে ৩৬ রান তুলল কেকেআর

৪ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১ উইকেটে ৩৬ রান।

KKR vs RCB LIVE Score: ২ ওভারের শেষে কেকেআর ২৭/ ১

২ ওভারের শেষে কেকেআর ২৭/ ১।

KKR vs RCB LIVE Score: জেমিসনের বলে ফিরলেন শুভমন

৯ বলে ২১ রান করেল জেমিসনের বলে ফিরলেন শুভমন গিল। মিড অনে দুরন্ত ক্যাচ ড্যান ক্রিশ্চিয়ানের।

KKR vs RCB LIVE Score: ১ ওভারে কেকেআর বিনা উইকেটে ৭ রান

১ ওভারে কেকেআর বিনা উইকেটে ৭ রান।

KKR vs RCB LIVE: ২০ ওভারের শেষে আরসিবি ২০৪/৪

২০ ওভারের শেষে আরসিবি ৪ উইকেটে ২০৪ রান তুলল। ডিভিলিয়ার্স ৩৪ বলে ৭৬ রান করে অপরাজিত রইলেন। তাঁর সঙ্গে ৪ বলে ১১ রানে অপরাজিত কাইল জেমিসন।

KKR vs RCB LIVE Score: হরভজনকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি ডিভিলিয়ার্সের

হরভজন সিংহকে ছয় মেরে হাফসেঞ্চুরি করলেন ডিভিলিয়ার্স। ১৯ ওভারে আরসিবি ১৮৩/৪।

KKR vs RCB LIVE Score: রাসেলের ওভারে ১৭ রান

১৮ ওভারের শেষে আরসিবির স্কোর ১৬৫/৪। আন্দ্রে রাসেলের এক ওভারে উঠল ১৭ রান।

KKR vs RCB LIVE Score: ৪৯ বলে ৭৮ রান করে ফিরলেন ম্য়াক্সওয়েল

অবশেষে আউট ম্যাক্সওয়েল। প্যাট কামিন্সের বলে ফিরলেন। ৪৯ বলে করেছেন ৭৮ রান।

KKR vs RCB LIVE Score: ১৬ ওভারের শেষে আরসিবি ১৪৫/৩

১৬ ওভারের শেষে আরসিবি ১৪৫/৩। ক্রিজে ম্যাক্সওয়েল ৪৫ বলে ৭৭ রানে ও ডিভিলিয়ার্স ১৯ বলে ৩২ রানে অপরাজিত।

KKR vs RCB LIVE Score: ১৫ ওভারের শেষে আরসিবি ১৩৪/৩

কেকেআরের বিরুদ্ধে বড় স্কোরের পথে আরসিবি। ১৫ ওভারের শেষে তাদের স্কোর ১৩৪/৩।

KKR vs RCB LIVE Score: ১২ ওভারে একশো করল আরসিবি

১২ ওভারে তিন উইকেট হারিয়ে একশো পেরল আরসিবি। ক্রিজে গ্লেন ম্য়াক্সওয়েল ৩৭ বলে ৬১ রানে এবং এ বি ডিভিলিয়ার্স ২ বলে ৫ রানে অপরাজিত।

KKR vs RCB LIVE Score: প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট পড়িক্কল

২৮ বলে ২৫ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট পড়িক্কল। ১১.১ ওভারে আরসিবি ৯৫/৩।

KKR vs RCB LIVE Score: ২৮ বলে হাফসেঞ্চুরি ম্য়াক্সওয়েলের

মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৯ ওভারের শেষে আরিসিবির স্কোর ৭৮/২।

KKR vs RCB LIVE Score: ৭ ওভারে আরসিবি ৫৩/২

৭ ওভারের শেষে আরসিবির স্কোর ৫৩/২।

KKR vs RCB LIVE Score: ৬ ওভারে আরসিবি ৪৫/২

শাকিব আল হাসানের এক ওভারে ১৭ রান নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৬ ওভারের শেষে আরিসিবি ৪৫/২।

KKR vs RCB LIVE Score: স্পিন-জালে আটক আরসিবি

৪ ওভারের শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ১৯ রান। দুদিক থেকেই স্পিনারদের দিয়ে আক্রমণ কেকেআরের।

KKR vs RCB LIVE Score: দ্বিতীয় ওভারে দুই উইকেট বরুণের

একই ওভারে বিরাট কোহলি ও রজত পাতিদারকে ফেরালেন বরুণ চক্রবর্তী। তাঁর ওভারের শেষ বলে বোল্ড হয়ে গেলেন পাতিদার।

KKR vs RCB LIVE Score: অবিশ্বাস্য ক্যাচ রাহুলের, আউট কোহলি

বরুণ চক্রবর্তীর বলে বড় শট খেলতে গিয়ে মিসটাইম করলে কোহলি। বল উঠে গেল শূন্যে। কভার থেকে পিছন দিকে দৌড়ে গিয়ে অবিশ্বাস্য ক্যাচ নিলেন রাহুল ত্রিপাঠি। 

KKR vs RCB LIVE Score: প্রথম ওভারেই হরভজনকে চার কোহলির

এক ওভারের শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৬ রান। হরভজন সিংহ একটি নো বল করেন। ফ্রি হিটে বাউন্ডারি মারেন বিরাট কোহলি।

KKR vs RCB LIVE Score: তিন বিদেশিকে নিয়ে নামছেন বিরাটরা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পড়িক্কল, রজত পাতিদার, শাহবাজ আমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এ বি ডিভিলিয়ার্স (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

KKR vs RCB LIVE: কেকেআর দলে কোনও পরিবর্তন নেই

কলকাতা নাইট রাইডার্স:শুভমন গিল, নীতিশ রানা, রাহিুল ত্রিপাঠি, অইন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, হরভজন সিংহ, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।

প্রেক্ষাপট

চেন্নাই: আইপিএলের প্রথম সপ্তাহে একমাত্র অপরাজিত দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরপর দু ম্যাচে জিতেছেন বিরাট কোহলিরা। রবিবার শাহরুখ খান-জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্সের সামনে কোহলিরা। পারবেন জয়ের হ্যাটট্রিক করতে?


পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন কোহলিরা। যদিও তাঁদের স্বস্তি দেবে না আইপিএলের ইতিহাস। এর আগে আইপিএলে একবারই মাত্র প্রথম দুই ম্য়াচ জিতেছিল আরসিবি। ২০১৪ সালে। তবে সেবার টুর্নামেন্টের পরের দিকে রীতিমতো বিপর্যয় হয় কোহলিদের। পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে শেষ করেন কোহলিরা। এবার তাই বাড়তি সতর্ক থাকবেন তাঁরা।


আরসিবির অন্যতম ভরসা অধিনায়ক কোহলি। তাঁর কাঁধেই আরসিবির ইনিংস শুরু করার দায়িত্ব। এখনও পর্যন্ত চলতি মরসুমে ব্যাট হাতে ছন্দে বিরাট। সঙ্গে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স। এ বি ফর্মে থাকলে কী করতে পারেন, তা ক্রিকেটভক্তরা জানেন। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেছিলেন এ বি। অন্যদিকে আরসিবির জার্সিতে এবার ভালই পারফর্ম করছেন গ্লেন ম্যাক্সওয়েল। গত ম্যাচে ছয় বছর বাদে আইপিএলে তিনি হাফসেঞ্চুরি করেছেন।


ত্রয়ীকে আটকাতে বল হাতে কেকেআরের অন্যতম ভরসা আন্দ্রে রাসেল। গত ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। পান পাঁচটি উইকেট। সঙ্গে প্যাট কামিন্সের গতি, বরুণ চক্রবর্তী-শাকিব আল হাসানের স্পিন দিয়ে বাজিমাত করতে চাইবেন অইন মর্গ্য়ান। ব্যাটিংয়ে ভরসা শুভমন গিল ও নীতিশ রানার ওপেনিং পার্টনারশিপ। ব্যাট হাতে ছন্দে দীনেশ কার্তিক। তবে ফিনিশারের অভাব ভোগাতে পারে কেকেআরকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.