মুম্বই: লখনউ সুপারজায়ান্টসের কাছে হেরে প্লে অফের স্বপ্নভঙ্গ হল কলকাতা নাইট রাইডার্সের। ঝোড়ো সেঞ্চুরি কুইন্টন ডি'ককের। আইপিএলের (IPL) সারাদিনের সব খবরের ঝলক।


নাইটদের হার


কাছাকাছি এসেও যেন কাপ আর ঠোঁটের দূরত্ব থেকে গেল। দুরন্ত লড়াই করেও শেষরক্ষা করতে পারল না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। লখনউ সুপারজায়ান্টসের (LSG) কাছে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ২ রানে হেরে গেলেন শ্রেয়স আইয়াররা। সেই সঙ্গে শেষ হয়ে গেল নাইটদের প্লে অফের স্বপ্ন। অন্যদিকে, এই জয়ের ফলে প্লে অফের যোগ্যতা পেল লখনউ। গুজরাত লায়ন্সের পর দ্বিতীয় দল হিসাবে প্লে অফে পৌঁছে গেলেন কে এল রাহুলরা।


কেকেআরের কাছে মরণবাঁচণ ম্যাচ। আইপিএল (IPL) প্লে অফে ওঠার সামান্যতম আশা জিইয়ে রাখতে হলেও জিততেই হবে শ্রেয়স আইয়ারদের। আর সেই ম্যাচকেই কি না ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসাবে বেছে নিলেন লখনউ সুপার জায়ান্টসের দুই ওপেনার কুইন্টন ডি'কক ও কে এল রাহুল!


দুজনই বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন। কুইন্টন ৭০ বলে ১৪০ রানে অপরাজিত রইলেন। ৫১ বলে ৬৮ রানে ক্রিজে ছিলেন রাহুল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনউ তুলেছিল ২১০/০। আইপিএলের ইতিহাসে যা এসর্বোচ্চ রানের ওপেনিং জুটি। ম্যাচ জিততে কেকেআরকে তুলতে হতো ২১১ রান। নির্ধারিত ২০ ওভারে কেকেআর তুলল ২০৮/৮।


বিধ্বংসী ডি'কক


কেকেআরের কাছে মরণবাঁচণ ম্যাচ। আইপিএল প্লে অফে ওঠার সামান্যতম আশা জিইয়ে রাখতে হলেও জিততেই হতো শ্রেয়স আইয়ারদের। আর সেই ম্যাচকেই কি না ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসাবে বেছে নিলেন লখনউ সুপার জায়ান্টসের দুই ওপেনার কুইন্টন ডি'কক ও কে এল রাহুল!


দুজনই বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন। কুইন্টন ৭০ বলে ১৪০ রানে অপরাজিত রইলেন। ৫১ বলে ৬৮ রানে ক্রিজে ছিলেন রাহুল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনউ তুলেছিল ২১০/০। আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। ম্যাচ জিততে কেকেআরকে তুলতে হতো ২১১ রান। ডি'কক ১০টি চার ও ১০টি ছক্কা মেরেছেন। রাহুল মেরেছেন ৩টি চার ও ৪টি ছক্কা। তাঁরা সবচেয়ে বেশি নির্দয় ছিলেন আন্দ্রে রাসেলের ওপর। তাঁর ৩ ওভারে ৪৫ রান ওঠে। টিম সাউদির ৪ ওভারে ৫৭ রান তোলেন দুজনে। একমাত্র সুনীল নারাইন ৪ ওভারে ২৭ রান দেন।


আরও পড়ুন: শান্ত হয়ে ভাবো, রান করে সকলের মুখ বন্ধ করে দাও, ঋদ্ধিকে ফোন করে বললেন অরুণ লাল