জয়পুর : প্রথমে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দাপটে রানের পাহাড়। তারপর বোলারদের আগাগোড়া দাপট। চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ৩২ রানের বড় ব্যবধানে পর্যুদস্ত করল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অ্যাডাম জাম্পা (৩ / ২২) ও রবিচন্দ্রন অশ্বিন (২ / ৩৫) স্পিনজুটি সিএসকে শিবিরের ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। প্রথমে চিপকে গিয়ে অ্যাওয়ে ম্যাচে তারপর জয়পুরে ঘরের মাঠে, গ্রুপপর্বের জোড়া লড়াইতেই সিএসকে-কে টেক্কা দিল রাজস্থান রয়্যালস। পাশপাশি গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ব্যবধানে জিতে রান রেটের ভিত্তিতে ফের একবার পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেলেন সঞ্জু স্যামসনরা। 


 ৪৩ বলে ৮ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। যশস্বীর ঝোড়ো শুরুর পর শেষ পর্বে ধ্রুব জুড়েল ও দেবদত্ত পাড়িক্কালের ব্যাটে ভর করে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বড় স্কোর খাড়া করল তারা। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এই প্রথমবার কোনও দল ২০০ রানের গণ্ডি টপকায় তারা। জবাবে ব্যাট করতে নেমে কাঙ্খিত ছন্দে রান তাড়া করতে পারেনি চেন্নাই শিবির।


চলতি আইপিএলে দুরন্ত ছন্দে থাকলেও রাজস্থানের বোলারদের বিরুদ্ধে ব্যর্থ হন ডেভন কনওয়ে (৮)। রুতুরাজ গায়কোয়াড়ের (৪৭) সুবাদে খানিকটা লড়াইয়ে ফিরলেও চেন্নাইকে ম্যাচের কক্ষপথ থেকে বেশ খানিকটা ছিটকে দেন রবিচন্দ্রন অশ্বিন। খেলার ১১ নম্বর ওভারে প্রথমে আজিঙ্কা রাহানে (১৫) ও তারপর আম্বাতি রায়াডুকে (০) সাজঘরে ফিরিয়ে সিএসকে শিবিরে বড় ধাক্কা দেন চেন্নাই ফ্র্যাঞ্চাইজির প্রাক্তনী। 


মাঝে মইন আলিকে (২৩) সঙ্গে নিয়ে খানিকটা লড়াই জিইয়ে রেখেছিলেন শিবম দুবে (৫২)। যদিও মইনকে সাজঘরে ফিরিয়ে দুবের সঙ্গে তাঁর অর্ধশতরানের পার্টনারশিপ ভেঙে কার্যত ম্যাচ রাজস্থানের পকেটে এনে দেন অ্যাডাম জাম্পা। যেক্ষেত্রে উইকেটের পিছনে সঞ্জুর দুরন্ত ক্যাচের প্রশংসা কুড়িয়ে নিচ্ছে। শেষপর্বে শিবম ও রবীন্দ্র জাদেজা মরিয়া চেষ্টা করলেও লক্ষ্য ছিল অনেকটাই দূরে। যেখানে আর পৌঁছতে পারেনি সিএসকে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানের থামে তাদের ইনিংস। ৩২ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে চেন্নাই। 


আরও পড়ুন- টানা ৪ ম্যাচ হেরেও প্লে অফে যেতে পারে কেকেআর, কীভাবে?


আরও পড়ুন: স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?