IPL 2023 Schedule: আসন্ন আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি কারা, কেমনই বা হবে সূচি?

IPL 2023 : গত বছর থেকেই গুজরাট টাইান্স ও লখনউ সুপারজায়ান্টস নামে দুটো নতুন দল খেলা শুরু করেছে। 

ABP Ananda Last Updated: 17 Feb 2023 06:57 PM
IPL 2023 Live: হোম ও অ্য়াওয়ে ম্যাচ ফিরছে

তিন বছরে এই প্রথমবার হোম ও অ্যাওয়ে ম্যাচে ভাগ হয়ে হবে টুর্নামেন্ট।

IPL 2023 Live: আমদাবাদে প্রথম ম্যাচ, আমদাবাদেই ফাইনাল

এবারের আইপিএলের প্রথম ম্যাচ আমদাবাদে। ফাইনালও আয়োজিত হবে আমদাবাদেই। আগামী ২৮ মে। 

IPL 2023 Live: ৬ এপ্রিল দ্বিতীয় ম্যাচ কেকেআরের

৬ এপ্রিল আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এরপর ৯ এপ্রিল ফের ম্যাচ রয়েছে নাইটদের।

IPL 2023 Live: ১ এপ্রিল অভিযান শুরু নাইটদের

১ এপ্রিল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

IPL 2023 Live: ৩১ মার্চ শুরু আইপিএল

৩১ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস।

IPL 2023 Live: ১২টি স্টেডিয়ামে খেলা হবে।

১২টি স্টেডিয়ামে এবার খেলা হবে আইপিএলের মোট ৭৪টি ম্য়াচ। তিন বছর বাদে হোম, অ্যাওয়ে বিভক্ত হয়ে খেলা হবে।

IPL 2023 Schedule: গ্রুপ এ-তে রয়েছে কলকাতা

আসন্ন আইপিএলে গ্রুপ এ-তে রয়েছে মুম্বই, কলকাতা, রাজস্থান, দিল্লি, লখনউ।

প্রেক্ষাপট

আজ আর কিছুক্ষণ পরেই আইপিএলের সূচি ঘোষণা হবে। কিছুদিন আগেই মেয়েদের আইপিএলের নিলাম ও সূচি ঘোষণা হয়েছিল। উইমেন্স প্রিমিয়ার লিগের পরই শুরু হবে আসন্ন আইপিএল। এপ্রিলের মাসের প্রথম দিন থেকেই শুরু হওয়ার কথা পুরুষদের আইপিএলের। গত বছর থেকেই গুজরাট টাইান্স ও লখনউ সুপারজায়ান্টস নামে দুটো নতুন দল খেলা শুরু করেছে। 


 



 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.