CSK vs RR LIVE Score: ১০ বল বাকি থাকতে রাজস্থানকে ৫ উইকেটে হারাল চেন্নাই, প্লে অফের দৌড়ে ধোনিরাও

IPL 2024 CSK vs RR LIVE Score: রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস।

ABP Ananda Last Updated: 12 May 2024 07:05 PM
CSK vs RR Live: রাজস্থানকে ৫ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে ভাল জায়গায় ধোনিরা

১০ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ সিএসকে-র। রাজস্থানকে ৫ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে ভাল জায়গায় ধোনিরা।

IPL Live Score: অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হলেন জাডেজা

৫ রান করে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হলেন জাডেজা। ১৬ ওভারের শেষে সিএসকে-র স্কোর ১২১/৫।

IPL Live: ১৪ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১০৭/৪

মঈন আলি ১০ রান করে ও শিবম দুবে ১৮ রান করে ফিরলেন। ১৪ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১০৭/৪।

CSK vs RR Live: ৯ ওভারের শেষে সিএসকে-র স্কোর ৭৪/২

১৩ বলে ২২ রান করে ফিরলেন ডারিল মিচেল। ৯ ওভারের শেষে সিএসকে-র স্কোর ৭৪/২।

IPL Live Score: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৫৬/১

১৮ বলে ২৭ রান করে আউট হলেন রাচিন রবীন্দ্র। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৫৬/১।

CSK vs RR Live: ৩ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ২৮/০

ভাল শুরু চেন্নাইয়ের। ৩ ওভারের শেষে স্কোর ২৮/০। ক্রিজে রাচিন রবীন্দ্র ও রুতুরাজ গায়কোয়াড়।

IPL Live Score: ২০ ওভারে ১৪১/৫ তুলল রাজস্থান

৩৫ বলে ৪৭ করে অপরাজিত রিয়ান পরাগ। ১৮ বলে ২৮ ধ্রুব জুরেলের। ২০ ওভারে ১৪১/৫ তুলল রাজস্থান।

IPL Live: ১৫ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৯৪/৩

১৫ রান করে ফিরলেন সঞ্জু। ফের ঘাতক সিমরজিৎ। ১৫ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৯৪/৩।

CSK vs RR Live: ১১ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৬৮/২

২১ রান করে বাটলারও সিমরজিতের শিকার। ১১ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৬৮/২।

IPL Live: ২৪ করে ফিরলেন যশস্বী

২১ বলে ২৪ করে ফিরলেন যশস্বী। ৭ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৪৬/১।

CSK vs RR LIVE: পাওয়ার প্লে শেষ

মন্থর শুরুর পর বাটলার এবং যশস্বী রানের গতি খানিক বাড়াতে সক্ষম হলেন। পাওয়ার প্লে-র ছয় ওভার শেষে রাজস্থানের স্কোর বিনা উইকেটে ৪২ রান। যশস্বী ২৪ ও বাটলার ১৮ রানে ব্যাট করছেন। পাওয়ার প্লের শেষ তিন ওভারে উঠল ২৮ রান।

CSK vs RR Score: সিএসকের দারুণ শুরু

তুষার দেশপাণ্ডে এবং মাহিশ থিকসানা সিএসকের হয়ে শুরুটা দুরন্তভাবে করেছেন। রাজস্থানের দুই ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারকে বড় শট হাঁকানোর তেমন সুযোগই দিচ্ছেন না কেউ। তিন ওভার শেষে রাজস্থানের স্কোর বিনা উইকেটে ১৪ রান। বাটলার ১১ ও যশস্বী তিন রানে ব্যাট করছেন। 

CSK vs RR LIVE: টস জিতল রাজস্থান

সিএসকের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন।

প্রেক্ষাপট

চেন্নাই: নয় ম্যাচে আট জয়। চলতি আইপিএল (IPL 2024) মরশুমের শুরুটা অনবদ্যভাবে করেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু পরপর দুই ম্যাচে পরাজিত হওয়ায় এখনও প্লে-অফের জায়াগা পাকা করতে পারেননি সঞ্জু স্যামসনরা। সেই লক্ষ্যেই আজ চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে নামতে চলেছে রাজস্থান (CSK vs RR)। যেই ম্যাচ আবার ঘটনাক্রমে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাইয়ের ময়দানে শেষ আইপিএল ম্যাচ হতে পারে বলেও জল্পনা।


বিগত মরশুমে হাঁটুর ব্যথা নিয়েই গোটা আইপিএল খেলেছিলেন মাহি। এ মরশুমের আগে অস্ত্রোপ্রচার করালেও ৪২ পার করা ধোনি পেশির চোটসমেত না না ছোটখাট চোট নিয়েই খেলা চালিয়ে যাচ্ছেন। এ মরশুমের আইপিএলের ফাইনাল চিপকেই আয়োজিত হবে। সেক্ষেত্রে মাহির এটাই শেষ ম্যাচ না হতে পারে। উপরন্তু, তিনি কিন্তু অবসরের কোনও পূর্বাভাসও দেননি। তবে জল্পনা এতে কমছে না। ধোনি চোট নিয়ে খেলা চালিয়ে গেলেও, সিএসকের ফাস্ট বোলিং বিভাগ এই চোটআঘাতের জেরেই দারুণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দীপক চাহার মাঠে নামতে পারছেন না। মাথিশা পাথিরানার মরশুম শেষ হয়ে গিয়েছে। দেশে ফিরেছেন তিনি। আবার মুস্তাফিজুর আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেশে চলে গিয়েছেন। এতে যে সিএসকের বোলিং ব্রিগেড বেশ দুর্বল হয়েছে, তা বলাই বাহুল্য।


বোলিং আক্রমণের দুর্বলতা ঢাকতে সিএসকের ব্যাটিং বিভাগকে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে। গত ম্যাচে বাড়তি ব্যাটার হিসাবে রাচিন রবীন্দ্রকে নিয়ে মাঠে নেমেছিল বটে সিএসকে। সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় অবশ্য দুরন্ত ফর্মে রয়েছেন। তিনি চলতি মরশুমের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ঘরের মাঠ চিপকে রুতু এ মরশুমে গড় ৯৯। এই পরিসংখ্যান যেমন সিএসকে সমর্থকদের আশা বাড়াবে, তেমন আরেক পরিসংখ্যান তাঁদের মনে উদ্বেগের সঞ্চার করতে পারে। সন্দীপ শর্মা এবং ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে রুতুরাজ ১০০-র কম স্ট্রাইক রেটে রান করেন। বোল্ট তো মাত্র ২৪ বল করে রুতুকে তিন তিনবার সাজঘরে ফিরিয়েছেন। এই ম্যাচেও নতুন বলে বোল্ট বনাম রুতুর লড়াইটা দেখার মতো হতে পারে।


রাজস্থান রয়্যালসের সম্প্রতিতে সিএসকের বিরুদ্ধে রেকর্ড কিন্তু বেশ ভাল। নাগাড়ে চার ম্যাচ জিতেছে তাঁরা। টানা পাঁচ ম্যাচে হলুদ ব্রিগেডকে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের কৃতিত্বে ভাগ বসানোর সুযোগ রয়েছে স্যামসনদের সামনে। এই ম্যাচে জয় যেমন রাজস্থানের প্লে-অফে পৌঁছনো নিশ্চিত করবে, তেমনই সিএসকের হারলে তাঁদের কাছে প্লে-অফে পৌঁছনোর পথটা ভীষণ কঠিন হয়ে যাবে। ৪০ ওভারের লড়াই শেষে কার ভাগ্যে দুই পয়েন্ট জোটে এবার সেটাই দেখার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.