GT vs DC LIVE Score: মুকেশের ৩ শিকার, দিল্লি বোলারদের দাপটে ৮৯ রানে গুটিয়ে গেল গুজরাত টাইটান্স
IPL 2024, GT vs DC LIVE Score: চোটের বাধা কাটিয়ে আইপিএলে ফিরে রশিদের শুরুটা খুব আহামরি করেননি তারকা লেগ স্পিনার। তবে গত দুই ম্যাচে ৫.৭৫-র ইকোনমিতে দুই উইকেট নিয়েছেন আফগান তারকা।
ম্য়াচে উত্তেজনা বাড়ছেন। অল্প রানের পুঁজি নিয়েও লড়ছে গুজরাত। দিল্লির চতুর্থ উইকেটের পতন। শাই হোপকে ফেরালেন রাশিদ খান।
দিল্লির তৃতীয় উইকেটের পতন। অভিষেক পোড়েলকে ফেরালেন সন্দীপ ওয়ারিয়র। ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্যাপিটালস।
রান তাড়া করতে নেমে ২ ওপেনারকেই হারাল দিল্লি। ২০ রান করে ফিরলেন জ্যাক ফ্রেসার। ৭ রান করে ফিরলেন পৃথ্বী।
মাত্র ৮৯ রানে অল আউট হয়ে গেল গুজরাত টাইটান্স। ৩ উইকেট নিলেন মুকেশ কুমার।
দ্বিতীয় শিকার খালিল আহমেদের। এবার মোহিত শর্মাকে ফিরিয়ে দিলেন তিনিই।
গুজরাতের সপ্তম উইকেটের পতন। অক্ষর পটেলের বলে আউট হয়ে ফিরলেন রাহুল তেওয়াটিয়া।
দ্বিতীয় উইকেট তুল নিলেন ত্রিস্টান স্টাবস। শাহরুখ খানকে খাতা খােলার আগেই ফিরিয়ে দিলেন তিনি।
গুজরাত টাইটান্সের পঞ্চম উইকেটের পতন। এবার ত্রিস্টান স্টাবস তুলে নিলেন অভিনব মনোহরের উইকেট।
পরপর উইকেট হারাল গুজরাত। ৮ রান করে ফিরলেন গিল, ১২ রান করলেন সুদর্শন, ২ রান করলেন ঋদ্ধি ও মিলার।
১০ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ঋদ্ধিমান সাহা। তাঁকে বোল্ড করে দিলেন মুকেশ কুমার।
ওপেনিংয়ে গিলের সঙ্গে নামলেন ঋদ্ধি। বল হাতে দিল্লির হয়ে প্রথম ওভার করতে এলেন খালিল আহমেদ।
টস জিতলেন পন্থ। প্রথমে ফিল্ডিং দিল্লি ক্যাপিটালসের। গুজরাত একাদশে ফিরলেন ঋদ্ধিমান সাহা ও ডেভিড মিলার। আজ দিল্লি একাদশে নেই ওয়ার্নার।
এবারের আইপিএলে ঋষভ পন্থের নেতৃত্বে ফের খেলতে নামছে দিল্লি। অন্য়দিকে হার্দিক পাণ্ড্য সরে দাঁড়ানোর পর শুভমন গিল গুজরাত টাইটান্সের নেতৃত্বভার সামলাচ্ছেন।
আইপিএলের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে গুজরাত শিবির। অন্যদিকে দিল্লি রয়েছে এই মুহূর্তে নয় নম্বরে।
প্রেক্ষাপট
আমদাবাদ: আজ আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭২ রানের ইনিংস খেলেছিলেন গিল। টুর্নামেন্টে ইতিমধ্যেই ২৫৫ রান করে ফেলেছেন তিনি। হাঁকিয়েছেন দুইটি অর্ধশতরানও। গুজরাত যোগ দেওয়ার পর থেকে গিল ৪৭.৮৮-র গড় ও ১৪৮.৪০ স্ট্রাইক রেটে ৩৯ ম্যাচে ১৬২৮ রান করেছেন। নিঃসন্দেহে গুজরাতের ব্যাটিং অনেকটাই গিলের ফর্মের ওপর নির্ভরশীল। তাঁকে দ্রত থামানো তাই দিল্লির প্রাথমিক লক্ষ্য হবে। তবে শুধু গিল নয়, দিল্লির ক্ষেত্রে রশিদ চ্যালেঞ্জও অপেক্ষা করে রয়েছে।
চোটের বাধা কাটিয়ে আইপিএলে ফিরে রশিদের শুরুটা খুব আহামরি করেননি তারকা লেগ স্পিনার। তবে গত দুই ম্যাচে ৫.৭৫-র ইকোনমিতে দুই উইকেট নিয়েছেন আফগান তারকা। মিডল ওভারে পন্থের বিরুদ্ধে তাই তাঁর লড়াইটা কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। রশিদের বিরুদ্ধে পন্থের (Rishabh Pant) স্ট্রাইক রেটও খুব একটা আহামরি নয়। ৮৭ বলে ৯৪ রান করেছেন তিনি। তবে চলতি আইপিএলে পন্থও কিন্তু বেশ ভাল ফর্মেই রয়েছেন। দুই অর্ধশতরান হাঁকিয়েছেন, ১৫৭-র স্ট্রাইক রেটে রান করছেন। গুজরাতের বিরুদ্ধেও তাঁর ব্যাট চলবে কি না, সেটাই দেখার।
এখনও পর্যন্ত দুটো দলই ৬টি করে ম্য়াচ খেলেছে। আর গুজরাত (Gujrat Titans) ঝুলিতে পুরে নিয়েছে তিনটি জয়ের সঙ্গে সঙ্গে ৬ পয়েন্ট। অন্যদিকে দিল্লি মাত্র দুটো ম্য়াচ জিতেছে। ঝুলিতে পুরেছে ৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে গুজরাত রয়েছে এই মুহূর্তে ছয় নম্বরে ও দিল্লি রয়েছে নয় নম্বরে।
দুটো দলই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দেশের জার্সিতে খেলেছিলেন। দুজনই এরপর দেশের জার্সিতে সিনিয়র দলে খেলেছেন। দিল্লি শিবির এই মরশুম চনমনে হয়েছে ঋষভ পন্থের প্রত্য়াবর্তনে। গাড়ি দুর্ঘটনা থেকে সেরে উঠে প্রায় দেড় বছর পর ২২ গজে ফিরেছেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। অন্য়দিকে শুভমন গিল এই মরশুমে প্রথমবার আইপিএলে নেতৃত্বভার সামলাচ্ছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -