KKR vs PBKS Live: টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ে নাইটদের ডেরায় ৮ উইকেটে জয় পাঞ্জাবের, ম্যাচের লাইভ আপডেট

Kolkata Knight Riders vs Punjab Kings Live: পারফরম্যান্স দিয়ে নিজের রেকর্ড দামের প্রতি সুবিচার করতে পারছেন না মিচেল স্টার্ক (Mitchell Starc)।

ABP Ananda Last Updated: 26 Apr 2024 11:18 PM
KKR vs PBKS Live: কেকেআরকে ৮ উইকেটে হারিয়ে দিল পাঞ্জাব

৮ বল বাকি থাকতে, ১৮.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল পাঞ্জাব কিংস। কেকেআরকে ৮ উইকেটে হারিয়ে দিল। জনি বেয়ারস্টো ৪৮ বলে ১০৮ রানে অপরাজিত। ২৮ বলে ৬৮ রান করে অপরাজিত শশাঙ্ক সিংহ।

IPL Live Score: ৪৫ বলে সেঞ্চুরি জনি বেয়ারস্টোর

৪৫ বলে সেঞ্চুরি জনি বেয়ারস্টোর। ১৬ ওভারে পাঞ্জাবের স্কোর ২১০/২।

IPL Live: ১৫ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ২০১/২

১৫ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ২০১/২। ৯৭ রানে ক্রিজে জনি বেয়ারস্টো। ম্যাচ জিততে আর ৫ ওভারে ৬১ চাই পাঞ্জাবের।

IPL Live: দ্বিতীয় সাফল্য

অবশেষে সাফল্য পেল নাইট রাইডার্স। রাইলি রুসোকে ২৬ রানে ফেরালেন নারাইন। ১৭৮ রানে দ্বিতীয় উইকেট হারাল পাঞ্জাব।

KKR vs PBKS Live: ৫৪ রান করে আউট প্রভশিমরন

২০ বলে ৫৪ রান করে আউট প্রভশিমরন। ২১ বলে ৪৪ রানে অপরাজিত জনি বেয়ারস্টো। ৮ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ১০৮/১।

IPL Live: ১৮ বলে হাফসেঞ্চুরি প্রভশিমরনের

১৮ বলে হাফসেঞ্চুরি প্রভশিমরনের। ৫ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৬৯/০।

KKR vs PBKS Live: ২ ওভারের শেষে বিনা উইকেটে ২২ রান পাঞ্জাব কিংসের

২ ওভারের শেষে বিনা উইকেটে ২২ রান পাঞ্জাব কিংসের।

IPL Live Score: প্রথমে ব্যাট করে কেকেআর বোর্ডে তুলল ২৬১/৬

প্রথমে ব্যাট করে কেকেআর বোর্ডে তুলল ২৬১/৬। ইডেনে এটাই সর্বোচ্চ দলগত স্কোর। কেকেআরেরও এই মাঠে এটা সর্বোচ্চ স্কোর। কলকাতা জুড়ে তীব্র দাবদাহ চলছে। বৃষ্টির দেখা নেই। শুক্রবারের ইডেন দর্শক অবশ্য বৃষ্টি দেখল। তবে সেটা চার ছক্কার। গোটা ম্যাচে ২২টি চার ও ১৮টি ছক্কা। বি ব্লকের ভি ভি আইপি বক্সে বসে যা দেখে শিশুর মতো হাততালি দিয়ে উঠলেন শাহরুখ খানও। কেকেআর মালিকও হয়তো বুঝে গিয়েছেন, অলৌকিক কিছু না হলে এই রাত তাঁর ও তাঁর নাইটদের।

IPL Live Score: ১৭ ওভারের শেষে কেকেআরের স্কোর ২১৫/৩

১৭ ওভারের শেষে কেকেআরের স্কোর ২১৫/৩। ১২ বলে ২৪ রান করে ফিরলেন রাসেল।

KKR vs PBKS Live: ১৩ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৬৯/২

নারাইন ৩২ বলে ৭১ রান করে ও সল্ট ৩৭ বলে ৭৫ রান করে ফিরলেন। ১৩ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৬৯/২।

IPL Live: ২৫ বলে হাফসেঞ্চুরি ফিল সল্টের

২৫ বলে হাফসেঞ্চুরি ফিল সল্টের। ১০ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৩৭/০। ৭১ রানে ক্রিজে নারাইন।

IPL Live Score: ৭ ওভারের শেষে কেকেআর ৮৫/০

অর্শদীপের বলে ৩৪ রানে থাকা ফিল সল্টের ক্যাচ ফেললেন কারান। ৩৫ রানে ফের একবার তাঁর ক্যাচ পড়ল। এবার ফেললেন রাবাডা। রাহুল চাহারের বলে। ৭ ওভারের শেষে কেকেআর ৮৫/০।

KKR vs PBKS Live: ৪ ওভারের শেষে ৫৯ রান কেকেআরের

১৬ রানে থাকার সময় হর্ষল পটেলের বলে নারাইনের ক্যাচ ফেললেন হরপ্রীত ব্রার। ৪ ওভারের শেষে ৫৯ রান কেকেআরের। 

IPL Live: ২ ওভারের শেষে কেকেআরের স্কোর ২০/০

২ ওভারের শেষে কেকেআরের স্কোর ২০/০। ৭ বলে ১৬ রানে ক্রিজে নারাইন। সঙ্গী ফিল সল্ট।

IPL Live: টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাঞ্জাব কিংসের

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারানের। ইডেনে প্রথমে ব্যাটিং করবে কেকেআর।

IPL Live: অভিষেক হতে চলেছে দুষ্মন্ত চামিরার

কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হতে চলেছে দুষ্মন্ত চামিরার। তাঁর হাতে তুলে দেওয়া হল নাইটদের ক্যাপ। মিচেল স্টার্ককে বাদ দেওয়া হচ্ছে?

IPL Live Score: কলকাতায় পৌঁছে গেলেন শাহরুখ খান

ইডেনে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গলা ফাটাতে কলকাতায় পৌঁছে গেলেন শাহরুখ খান। ইডেনে আজ বীর-জ়ারার লড়াই।

প্রেক্ষাপট

সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) যে কোনও দিন কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্র্যাক্টিস দেখতে যান। শুরুতেই সবার দু'চোখ খোঁজে তাঁকে। দীর্ঘকায়। সাফল্যের ঝুলি উপচে পড়ছে। দু-দুটি ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ। সঙ্গে আইপিএলে রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দামে বিক্রি হওয়ার জৌলুস।


কিন্তু পারফরম্যান্স দিয়ে নিজের রেকর্ড দামের প্রতি সুবিচার করতে পারছেন না মিচেল স্টার্ক (Mitchell Starc)। অস্ট্রেলীয় পেসারকে শেষ ওভারে তিন ছক্কা মেরে আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন কর্ণ শর্মা। কোনওক্রমে ১ রানে সেই ম্যাচ জিতেছিল কেকেআর। তবে অস্ট্রেলীয় পেসারকে নিয়ে সমালোচনা আরও তীব্র হয়েছে।


আর নিন্দার ঝড়ের মধ্যেই প্র্যাক্টিস থেকে দূরে থাকলেন স্টার্ক। পরপর দুদিন। শুক্রবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ নাইটদের। যে ম্যাচকে বলা হয় বীর-জ়ারার লড়াই। কারণ, পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। কেকেআরের মালিক শাহরুখ। পর্দায় যাঁদের বিখ্যাত ছবি বীর-জ়ারা। শুক্রবারও দুজনেরই মাঠে থাকার কথা। সেই ম্যাচের আগে বুধবার কেকেআরের ঐচ্ছিক অনুশীলন ছিল। সেদিন বল করেননি স্টার্ক। মনে করা হয়েছিল, নাইট শিবির থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ফাস্টবোলারকে। প্রবল দাবদাহে যাতে অতিরিক্ত ধকল না পড়ে যায় স্টার্কের ওপর, সেটা নিশ্চিত করতে।


তবে জল্পনা বাড়িয়ে ম্যাচের আগের দিন, বৃহস্পতিবারও নেটে বল করলেন না স্টার্ক। শোনা যাচ্ছে, আরসিবির বিরুদ্ধে আগের ম্যাচে শেষ ওভারে ফলো থ্রুতে কর্ণ শর্মার নীচু ক্যাচ ধরতে গিয়ে আঙুলে যে চোট পেয়েছিলেন স্টার্ক, সেটি এখনও সারেনি। শুক্রবার তিনি খেলবেন কি না, সংশয় থেকে যাচ্ছে।


ঠিক যেমন আচমকাই ধন্দ তৈরি হয়েছে শ্রেয়স আইয়ারকে নিয়েও। বৃহস্পতিবার নেটে ব্যাটিং করলেন না শ্রেয়স। তবে তাঁর একটি ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। তাহলে কি পিঠের চোট ফিরে এল শ্রেয়সের? নীতীশ রানা পুরো সুস্থ নন। এই পরিস্থিতিতে শ্রেয়স খেলতে না পারলে সমস্যায় পড়তে হবে নাইটদের।


অন্যদিকে, এই ম্যাচেও শিখর ধবনকে পাচ্ছে না পাঞ্জাব। বৃহস্পতিবার পাঞ্জাবের স্পিন বোলিং কোচ সুনীল যোশী বলে গিয়েছেন, 'ধবন ছন্দে ছিল। ওর ব্যাটিংয়ের অভাব টের পাচ্ছি আমরা। ও সেরে উঠছে। আমাদের পরের ম্যাচে ওকে আশা করছি পাওয়া যাবে।'


আরও পড়ুন: টি-টোয়েন্টি ক্রিকেটে কোন মন্ত্রে সফল? কেকেআরের কাঁটা হয়ে উঠবেন ইডেনে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.