জেড্ডা: দিল্লি শিবিরে যোগ দিলেন মিচেল স্টার্ক (Mitchell Aaron Starc)। গত মরশুমে কেকেআরে যোগ দিয়েছিলেন ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায়। সেটিই ছিল নিলামে সবচেয়ে বেশি দর। কিন্তু এবার তাঁর প্রায় অর্ধেক দাম পেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার। এবার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তাঁকে দলে নিল ১১ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যে। এই মুহূর্তে বর্ডার গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) খেলছেন অজি পেসার। পারথে খুব একটা আশাপ্রদ পারফরম্য়ান্স করতে পারেননি তারকা বাঁহাতি পেসার। তার জন্যই হয়ত নিলামেও সেই প্রভাব পড়ল।
এবারে কেকেআরের রিটেনশনের তালিকায় স্টার্ক ছিলেন না। গত মরশুমে গোটা টুর্নামেন্টে খুব একটা ভাল খেলতে না পারলেও সেমিফাইনাল থেকে জ্বলে উঠেছিলেন স্টার্ক। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুটো ম্য়াচেই বল হাতে রীতিমত দাপট দেখিয়েছিলেন তারকা পেসার। কিন্তু ২৪ কোটি ৭৫ লক্ষ মূল্যের পারফরম্য়ান্স একেবারেই তাঁর থেকে পাওয়া যায়নি। এদিন নিলামের টেবিলে স্টার্ককে নেওয়ার জন্য প্রথমে আগ্রহ দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২ কোটি বেস প্রাইসের স্টার্কের দর ৬ কোটিতে যখন তখন দিল্লির সঙ্গে কেকেআরের লড়াই চলতে থাকে। কিন্তু স্টার্ককে ১০ কোটির বেশি মূল্যে হয়ত নিতে চায়নি নাইট ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত ১০ কোটির অঙ্ক পেরিয়ে গেলে শেষ পর্যন্ত কেকেআর লড়াই থেকে সরে আসে।
এর আগে শ্রেয়স আইয়ারকেও ধরে রাখতে পারেনি কেকেআর। কিন্তু রবিবার জেড্ডার নিলামে শুরুতেই শ্রেয়সকে নিয়ে দর হাঁকতে শুরু করে কেকেআর। যাঁর প্রারম্ভিক মূল্য ছিল ২ কোটি টাকা। তাদের সঙ্গে দর হাঁকতে শুরু করে পাঞ্জাব কিংসও। একটু পরেই লড়াইয়ে প্রবেশ দিল্লি ক্যাপিটালসের। বোঝাই যাচ্ছিল যে, দিল্লি ও পাঞ্জাব - দুই দলই শ্রেয়সকে অধিনায়ক হিসাবে পরিকল্পনা করে সেই মতো করে নিলামে দর হাঁকছিল।
একটা সময় দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছেন শ্রেয়স। পুরনো ক্রিকেটারকে দলে ফেরাতে মরিয়া হয়ে ঝাঁপায় দিল্লি ক্যাপিটালস। যাদের হয়ে রবিবার নিলামের টেবিলে ছিলেন জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত দরাদরির পর ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়সকে কিনে নিল পাঞ্জাব কিংস। তাঁর রেকর্ড পরিমাণ অঙ্কও পরে টপকে যান ঋষভ পন্থ।
আরও পড়ুন: আইপিএলের নিলাম থেকে কোন ক্রিকেটারকে দলে নিচ্ছে কারা, কোন দল দেবে চমক? লাইভ আপডেট