জেড্ডা: সদ্যই প্রায় বছরখানেক পর চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মহম্মদ শামি। তারকা ফাস্ট বোলারকে দলে নেওয়ার জন্য অনেকে যে ঝাঁপাবে সেই সম্ভাবনা ছিলই। হলও তাই। তবে শেষমেশ ১০ কোটি টাকার বিনিময়ে শামিকে তাঁদের দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।  


২ কোটি টাকার বেস প্রাইসে শামির হয়ে কিন্তু দর হাঁকানোর শুরু করেছিল তাঁর প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। তারকা ফাস্ট বোলারের জন্য আজকের নিলামে প্রথমবার দর হাঁকানোর মহারণে নামে রেকর্ড চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসও। তব খুব বেশিদূর যায়নি তাঁরা। কেকেআর ও লখনউয়ের মধ্যেই শামিকে নিয়ে দীর্ঘক্ষণ দর কষাকষি চলে। শামির জন্য ৯ কোটি ৭৫ লক্ষ টাকা পর্যন্ত দর হাঁকায় কেকেআর। তবে ১০ কোটিতে দর হাঁকানোর ময়দানে ঢোকে গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ। সেই ১০ কোটিতেই নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি শামিকে নিজেদের দলে সামিল করতে সক্ষম হয়।


 






 


শামি সদ্যই রঞ্জিতে বাংলার হয়ে মাঠে নেমেছিলেন। তিনি প্রত্যাবর্তন ম্যাচেই সাত উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতেই ৩৭ রান করেছিলেন তিনি। গতকাল বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলিতেও খেলেছিলেন তিনি। এবার তিনি জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায়। 


তবে আইপিএল নিলামে এই অল্প সময়ের মধ্যেই কিন্তু দুইবার ইতিহাস তৈরি হয়েছে। মার্কি ক্রিকেটারদের প্রথম সেটে সকলের শেষে নিলামে তোলা হয়েছিল পন্থকে। অকশনার তাঁর নাম ঘোষণা করা মাত্রই দর্শকাসন থেকে জয়োধ্বনি ওঠে। পন্থের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। তাঁর জন্য শুরুতেই দর হাঁকতে শুরু করেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। দর হাঁকাহাঁকিতে যোগ দেয় আরসিবি। লখনউ ও আরসিবি শিবিরের দড়ি টানাটানিতে চড়চড়িয়ে দাম বাড়তে থাকে পন্থের। দ্রুত তাঁর দাম পেরিয়ে যায় ১০ কোটি টাকা। সেই সময়ই জোর আলোচনা শুরু হয়ে যায়, শ্রেয়স আইয়ারের রেকর্ডও কি ভেঙে দেবেন পন্থ? রবিবারের নিলামে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়স আইয়ারকে কিনে নিয়েছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। সেটাই আইপিএলে সর্বোচ্চ দামের রেকর্ড। তবে ঋষভ তাঁকেও ছাপিয়ে ২৭ কোটি টাকায় লখনউ দলে যোগ দিলেন।


আইপিএল নিলামের সমস্ত আপডেট পেতে ক্লিক করুন এখানে...


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সমালোচকদের যোগ্য জবাব! পারথে ঐতিহাসিক সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি